3 years of Manikarnika: 'মনিকর্ণিকা' ছবির ৩ বছর পূর্তি, পোস্ট করলেন কঙ্গনা রানাউত
3 years of Manikarnika: ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের আত্মত্যাগের কাহিনি বলে 'মনিকর্ণিকা'। এই দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেও।
মুম্বই: তিন বছর পূরণ করল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত 'মনিকর্ণিকা: দ্য ক্য়ুইন অফ ঝাঁসি' (Manikarnika: The Queen of Jhansi)। ২৫ জানুয়ারি ২০১৯ সালে মুক্তি পায় এই ছবি। ভারতের ফিল্ম ফেস্টিভ্যাল ডিরেক্টরেটের একটি ট্যুইট শেয়ার করে পোস্ট করেন অভিনেত্রী কঙ্গনা।
নিজের ইনস্টাগ্রামে এই বিশেষ দিনের কথা মাথায় রেখে স্টোরি দেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ক্যাপশনে লেখা হয়, 'মনিকর্ণিকার তিন বছর। জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি "মনিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি", ২০১৯ সালে মুক্তির দিন থেকে ঝাঁসির নির্ভীক রানির মর্যাদা বহন করে নিয়ে চলেছে। এই ছবির জন্য কঙ্গনা রানাউত শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান।'
#3YearsOfManikarnika: The #NationalAward winning movie #Manikarnika: The Queen of Jhansi’, celebrating the glorious legacy of the fearless queen of Jhansi was released on this day in 2019. The film bagged actress #KanganaRanaut the #NationalFilmAward in #BestActress Category. pic.twitter.com/NDAJkpFBp0
— Directorate of Film Festivals, India (@official_dff) January 25, 2022
ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের আত্মত্যাগের কাহিনি বলে 'মনিকর্ণিকা'। এই দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেও।
আরও পড়ুন: 16 Years of Rang De Basanti: ১৬ বছর পূর্তি 'রং দে বসন্তী'র, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন শরমন যোশী
নতুন বছর ইতিবাচক ভাবে শুরু করেন বলিউড তারকা কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিরুপতি বালাজিতে আশীর্বাদ দিয়ে শুরু করেন ২০২২।
ইনস্টাগ্রাম হ্যান্ডলে নতুন বছরে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। তাঁকে শাড়ি পরে, সোনার গয়নায় সেজে পোজ দিতে দেখা গেল। তিনি ক্যাপশন লেখেন, 'সবাইকে নববর্ষের শুভেচ্ছা... তিরুপতি বালাজির আশীর্বাদ নিয়ে এই বছর শুরু করছি... আশা করি এটি একটি স্মরণীয় বছর হবে।'
অপর একটি পোস্টে রাহু কেতু মন্দিরের ভিতরের ছবি পোস্ট করেন অভিনেত্রী। এই মন্দির তিরুপতি বালাজির কাছেই অবস্থিত। তিনি আরও লেখেন যে এই বছর তিনি আরও ভালবাসা চান এবং কম পুলিশ অভিযোগ, এফআইআর চান।