16 Years of Rang De Basanti: ১৬ বছর পূর্তি 'রং দে বসন্তী'র, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন শরমন যোশী
16 Years of Rang De Basanti: সুপার হিট এই ছবিতে একাধিক দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। আমির খান, আর মাধবন, কুণাল কপূর, সোহা আলি খান, সিদ্ধার্থ এবং শরমন যোশী ছিলেন মুখ্য ভূমিকায়।
মুম্বই: রাকেশ ওমপ্রকাশ মেহরা (Rakeysh Omprakash Mehra) পরিচালিত জনপ্রিয় 'রং দে বসন্তী' (Rang De Basanti) ছবির আর ১৬ বছর পূর্তি। আজকের দিনেই ২০০৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এই বিশেষ দিনের কথা স্মরণ করে অভিনেতা শরমন যোশী (Sharman Joshi) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেন। 'রং দে বসন্তী' ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শরমন।
এদিন ইনস্টাগ্রামে অভিনেতা সেই সিনেমার স্ক্রিপ্টের একটা অংশ পোস্ট করলেন। আবেগঘন হয়ে ক্যাপশনে লিখলেন, 'এই দুর্দান্ত ছবির ষোড়শ বার্ষিকীতে স্ক্রিপ্টটি ফিরে দেখছি। এই পরিবারের অংশ হতে পেরে খুবই গর্বিত। কী দারুণ সময় কাটিয়েছি।'
View this post on Instagram
ছবি পোস্ট করেছেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরাও।
View this post on Instagram
সুপার হিট এই ছবিতে একাধিক দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। আমির খান (Aamir Khan), আর মাধবন, কুণাল কপূর, সোহা আলি খান, সিদ্ধার্থ এবং শরমন যোশী ছিলেন মুখ্য ভূমিকায়। দেশের চিরাচরিত 'সিস্টেম'কে প্রশ্ন ছুঁড়ে দেয় এই ছবি। 'রং দে বসন্তী' ছবির মাধ্যমে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিংহের মতো দেশপ্রেমিকদের শ্রদ্ধাও জানান পরিচালক।
আরও পড়ুন: Amitabh on Republic Day: তেরঙা দাড়ি, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে অভিনব পোস্ট অমিতাভ বচ্চনের