পাকিস্তানি গান ব্যবহার করে কটাক্ষ! কঙ্গনাকে বয়কট করার দাবি উঠল, পেলেন 'দেশদ্রোহী' তকমা
Kangana Ranaut Bollywood: কঙ্গনা রানাউত সোশ্যাল মিডিয়ায় যে পাকিস্তানি গানটি ব্যবহার করেছেন, তাতে চটে গিয়েছেন অনেকেই

নয়াদিল্লি: তিনি চিরকালই প্রতিবাদী। নিজের মনের কথা স্পষ্টভাবেই বলতে পারেন তিনি। দেশের যুদ্ধকালীন পরিস্থিতি হোক বা যে কোনও রাজনৈতিক বিষয়, প্রত্যেকটা সময়েই নিজের মতামত খোলাখুলি রাখেন তিনি। কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। 'অপারেশন সিঁদুর' নিয়ে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন তিনি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় পুরনো একটা ভিডিও ভাইরাল হওয়াতেই বিপত্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের একটি গানে নাচ করছেন কঙ্গনা। আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখেই শুরু হয়েছে ট্রোলিং। কঙ্গনা কেন পাকিস্তানি গানের সঙ্গে নাচ করেছেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ক্ষুদ্ধ তাঁর অনুরাগীরা। আর সেই ভিডিও দেখে নেটিজেনরা শুরু করেছেন ট্রোলিং। কঙ্গনা ভিডিও শেয়ার করে লিখেছেন- 'জীবিত থাকার জন্য শুধুমাত্র একটা জিনিস প্রয়োজন এবং সেটা হল জীবন। আশা করি আমরা শুধু বেঁচে থাকব না, বরং জীবিত ও জীবন্ত হৃদয়ও থাকব।'
View this post on Instagram
'পাকিস্তানকে ঘৃণা করেন আর আবহে পাকিস্তানি গান'
কঙ্গনা রানাউত সোশ্যাল মিডিয়ায় যে পাকিস্তানি গানটি ব্যবহার করেছেন, তাতে চটে গিয়েছেন অনেকেই। এক অনুরাগী লিখেছেন, 'এনার পাকিস্তানকে নিয়ে এত ঘৃণা এদিকে পাকিস্তানী গানই আবহে ব্যবহার করেছেন!' আরেকজন লিখেছেন, 'দেশদ্রোহী! পাকিস্তানী গান'। অনেকে লিখেছেন, 'ভাইরা.. পাকিস্তান ভারতের ওপর আঘাত হেনেছে, আর উনি ওনার রিলের আবহে পাকিস্তানি গান ব্যবহার করছেন। এই মহিলাকে বয়কট করা হোক।' অনেকে আবার লিখেছেন, 'কেন পাকিস্তানি গান ব্যবহার করা হয়েছে?' অনেকে লিখেছেন, 'পাকিস্তানের গান কেন ব্যবহার করেছেন?'
কঙ্গনার প্রতিক্রিয়া
এই ঘটনায় কঙ্গনা কোনও প্রতিক্রিয়া দেননি। তবে কঙ্গনা এর আগে সংবাদসস্থাকে কঙ্গনা বলেছিলেন, 'দেশ যুদ্ধের মধ্যে রয়েছে, আমরা সবাই ভয়ে রয়েছি, ঘাবড়ে রয়েছি। আমাদের সেনারা আমাদের রক্ষা করছেন, ঈশ্বর ওনাদের রক্ষা করুন। প্রধানমন্ত্রী মোদি এই অপারেশনের নাম দিয়েছিলেন অপারেশন সিঁদুর। আমাদের দেশের মায়েদের সামনে, মেয়েদের সামনে তাঁদের স্বামীদের মেরে ফেলা হয়েছিল। রক্ত দিয়ে তার বদলা নেওয়া হল। দেশের সাফল্য প্রার্থনা করি।' বর্তমানে অবশ্য ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আপাতত স্থিমিত। তবে এই পরিস্থিতিতে কঙ্গনার পাকিস্তানি গান ব্যবহার নিয়ে বিরক্ত হয়েছেন অনেকেই।



























