(Source: ECI/ABP News/ABP Majha)
Kangana Ranaut-Javed Akhtar Case: জাভেদ আখতারের বিরুদ্ধে করা মানহানির মামলায় বয়ান রেকর্ড করলেন কঙ্গনা রানাউত
Kangana Ranaut-Javed Akhtar defamation Case: কঙ্গনা এদিন নিজের বয়ানে জানান, তিনি দোষী নন। কেবল বয়ান রেকর্ডের সময় তিনি আবেদন করেন তাঁর বোন ও আইনজীবীকে যেন পাশে থাকতে দেওয়া হয়।
মুম্বই: জাভেদ আখতার (Javed Akhtar)-এর বিরুদ্ধে করা মানহানির (Defamation) মামলায় আদালতে বয়ান রেকর্ড করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সোমবার অন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (Metropolitan Magistrate’s Court)-এ বয়ান রেকর্ড করেছেন কঙ্গনা।
কঙ্গনা এদিন নিজের বয়ানে জানান, তিনি দোষী নন। কেবল বয়ান রেকর্ডের সময় তিনি আবেদন করেন তাঁর বোন ও আইনজীবীকে যেন পাশে থাকতে দেওয়া হয়। ঋত্বিক রোশনের (Hrithik Roshan)-এর কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে তাঁকে জাভেদ আখতার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন কঙ্গনা।
কঙ্গনা জানিয়েছিলেন, যখন ঋত্বিক রোশনের সঙ্গে তাঁর সমস্যা চলছিল, তখন তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন জাভেদ আখতার। তখন তিনি কঙ্গনাকে বলেছিলেন, রাকেশ রোশন ও তাঁর পরিবার যথেষ্ট প্রভাবশালী। কঙ্গনা যদি ঋত্বিকের কাছে ক্ষমা না চান, তাহলে জেল পর্যন্ত হতে পারে কঙ্গনার। তাঁর কেরিয়ারের ওপর প্রভাব পড়তে পারে এমনকি তিনি আত্মহত্যার পথও বেছে নিতে পারেন। সেই কারণেই রোশন পরিবারের কাছে ক্ষমা চেয়ে এই সমস্যার ইতি টানা উচিত।
সুশান্তের মৃত্যুর পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা। তিনি আরও অভিযোগ করেন, এই সমস্ত কথা বলার সময় জাভেদ আখতার নাকি বিশ্রীভাবে চিৎকার চেঁচামেচি করেন। এতে সেই সময়ে বেশ আতঙ্কিত হয়েছিলেন কঙ্গনা। তবে পরবর্তীকালে সেই আতঙ্ক কাটিয়ে নিজের বক্তব্যেই স্থির থাকেন তিনি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দন্ডবিধির (Indian Penal Code) সেকশন ৪৯৯ ও ৫০০ তে মামলা রুজু করেন কঙ্গনা। ২০২০ সালে জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে একটি মামলা রুজু করেছিলেন। তাঁর অভিযোগ ছিল সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) সংক্রান্ত একটি সাক্ষাৎকারে তাঁর নাম নেওয়ার অভিযোগে অভিযোগ করেছিলেন জাভেদ।
কঙ্গনা অভিযোগ করেছিলেন, তাঁকে আত্মহত্যা (Suicide) করার প্ররোচনা দিয়েছিলেন জাভেদ।