![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kangana Ranaut: শিক্ষিকার বলা সেই কথাই সত্যি হল... স্মৃতি হাতড়াতে গিয়ে উপলব্ধি কঙ্গনার
Kangana Ranaut News: 'পরবর্তীকালে আমি যখন অভিনয়ে পা রাখি আমায় DAV থেকে বিশেষ সম্মান দেওয়া হয়েছিল। আমার জন্য সবচেয়ে খুশি আর গর্বিত ছিলেন প্রিন্সিপাল সচদেব ম্যাম।'
![Kangana Ranaut: শিক্ষিকার বলা সেই কথাই সত্যি হল... স্মৃতি হাতড়াতে গিয়ে উপলব্ধি কঙ্গনার Kangana Ranaut: Kangana Ranaut Shares Throwback Pics, Recalls About The Dress She Designed For Her First Day In College, know in details Kangana Ranaut: শিক্ষিকার বলা সেই কথাই সত্যি হল... স্মৃতি হাতড়াতে গিয়ে উপলব্ধি কঙ্গনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/e30122743d1360314b5e3bdb240c19d7167947796501749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সাফল্য পেয়েও তিনি বারে বারে ফিরে যেতে চান তাঁর শিকড়ের কাছে। আর তাই, মুম্বইতে কর্মস্থল বা বাসস্থান হওয়া সত্ত্বেও নিজের হিমাচলের আদি বাড়িকে সমান আদরে যত্নে রক্ষণাবেক্ষণ করছেন তিনি। সাজিয়েও তুলেছেন প্রাণ ঢেলে। কাজ থেকে একটু ফুরসত পেলেই তিনি ছুটে যায় হিমাচলের কোলে, পরিবারের সঙ্গে সময় কাটাতে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই শেয়ার করে নেন স্কুল বা কলেজের টুকরো ছবি ও ঘটনা। ফের একবার নিজের কলেজবেলার নীল পোশাকের একটা ছবি খুঁজে পেয়ে স্মৃতিমেদুর হলেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
সদ্য ইনস্টাগ্রাম স্টেটাসে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন কঙ্গনা। বেশিরভাগই তাঁর কলেজবেলার। এর মধ্যে একটিতে একটি এক কাটের নীল পোশাক পরে রয়েছেন তিনি। কাঁধ থেকে ফ্লেয়ার নেমেছে বুক পর্যন্ত। এক কাঁধ খোলা এই পোশাকে কিশোরী কঙ্গনাকে এক ঝলকে চেনা দায়। তবে এই পোশাকের আড়ালে লুকিয়ে থাকা গল্পটিও বেশ আকর্ষণীয়।
কঙ্গনা লিখছেন, 'এই ছবিটা চন্ডীগড়ে DAV হোস্টেলের প্রথমদিনের। আমি আমার বন্ধুদের সঙ্গে ছিলাম। আমার প্রিন্সিপাল সচদেব ম্যামের আমায় আলাদা করে চোখে পড়েছিল আমার এই পোশাকটার জন্য। উনি আমায় আলাদা করে ডেকে প্রশ্ন করেন আমি কোথা থেকে এসেছি আর এই পোশাকটা কোথা থেকে কিনেছি। লজ্জা পেয়ে আমি উত্তর দিয়েছিলাম, পোশাকটা আমি নিজেই ডিজাইন করেছি ও আমাদের গ্রামের দর্জি এটা বানিয়ে দিয়েছেন। উনি আমার উত্তর শুনে ভীষণ খুশি হয়েছিলেন ও আমায় বুকে টেনে নিয়েছিলেন। সেদিই উনি আমায় বলেছিলেন, বড় হয়ে আমি একজন অভিনেত্রী হব।'
আরও পড়ুন: Rani Mukherji: আমি বিশ্বাস করি, ভাল ছবি নিজেই তার দর্শক খুঁজে নেয়: রানি
কঙ্গনা আরও লিখেছেন, 'পরবর্তীকালে আমি যখন অভিনয়ে পা রাখি আমায় DAV থেকে বিশেষ সম্মান দেওয়া হয়েছিল। আমার জন্য সবচেয়ে খুশি আর গর্বিত ছিলেন প্রিন্সিপাল সচদেব ম্যাম। পরবর্তীকালে উনি বহুবার মুম্বই এসেছেন ও আমার সঙ্গে দেখা করেছেন। কপালে চুম্বন করে উনি আমায় এই নীল পোশাকের গল্পটা মনে করিয়ে দেন প্রত্যেকবার। আপনাকে ভালবাসি ম্যাম।'
কর্মক্ষেত্রের কথা বললে, আগামীতে 'ইমার্জেন্সি' ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)