এক্সপ্লোর
Advertisement
মনে হয়েছিল, গোটা বিশ্বের সামনে আমি নগ্ন, রাতের পর রাত কেঁদে কাটিয়েছি: হৃতিক বিতর্কে কঙ্গনা
নয়াদিল্লি: কারও জন্য হয়তো তিনি যথেষ্ট ভাল নন। কিন্তু একজন মহিলার দুর্বলতা নিয়ে হাসিঠাট্টা কোনওভাবেই উচিত নয়। বললেন কঙ্গনা রানাওয়াত। গোটা বছরটা কোনও ছবি মুক্তি পায়নি কঙ্গনার, হৃতিক রোশন সংক্রান্ত বিতর্ক সামাল দিতেই তাঁর সময় কেটেছে। হৃতিক নাগাড়ে বলে গেছেন, তাঁদের মধ্যে কখনও কোনও সম্পর্ক ছিল না, উল্টোদিকে কঙ্গনা বলেছেন, একসময় তাঁরা রোমান্টিকভাবে যুক্ত ছিলেন। এ নিয়ে পরস্পরের বিরুদ্ধে আদালতেও গেছেন তাঁরা।
অল্পদিন আগে এক অনুষ্ঠানে এ ব্যাপারে মুখ খোলেন কঙ্গনা। হৃতিকের নাম না করে বলেন, পৃথিবী তাঁকে একজন সফল মানুষ হিসেবে দেখে কিন্তু ব্যক্তিগতভাবে মনের মধ্যে, তিনি একজন প্রেমিকা। যদি নিজের কিছু তিনি ভালবেসে থাকেন, তবে তা এই ভালবাসার ক্ষমতা, যার প্রতি এই অনুভূতি, সে যদি তাঁকে ভাল নাও বেসে থাকে, তিনি সেই ভালবাসাতেই আপ্লুত থাকবেন।
তৃতীয় ব্যক্তির ভাষ্যে নিজের প্রেমের গল্প বলেছেন কঙ্গনা। একটি পাহাড়ি মেয়ের কথা, যে অত্যন্ত সাহসী, সাদাসিধে, বাস্তবজ্ঞানবর্জিত ও একগুঁয়ে ছিল। এক ব্যক্তির ছবি দেখে সে তার প্রেমে পড়ে যায়। একসময় সেই ব্যক্তির সঙ্গে দেখা হয় তার, সে মেয়েটিকে ভালবাসার কথা বলে। তখনই শুরু হয় বাস্তব ও স্বপ্নের জগতের মধ্যে সংঘর্ষ। সেই পুরুষটিই মেয়েটিকে বলে, সে স্বাভাবিক নয়, তার মধ্যে আগুন রয়েছে। আর পাঁচজন মহিলার মত নয়, বাস্তবে সে একজন সিংহী। তখন থেকে পুরুষটি তাকে ভয় পেতে শুরু করে, ভালবাসার গল্প ট্র্যাজেডিতে বদলে যায়।
কঙ্গনা বলতে থাকেন, কিন্তু সে জন্য আমার কিছু করার ছিল না। নিজের প্রেমিকই হোক বা কোনও ব্যক্তি-কারও কাছে নিজের মূল্য প্রতিষ্ঠার জন্য আমি মানসিক বাধা, মানুষের তৈরি বাধা টপকাতে রাজি আছি। কিন্তু চূড়ান্ত নিষ্ঠুরতার সামনে আপনি কী করবেন। সকলে দেখেছে, আমি কীভাবে লড়াই চালিয়েছি কিন্তু একজন মহিলা হিসেবে আমার যন্ত্রণার খবর কেউ রাখেনি। আমার লেখা কিছু চিঠি গোটা বিশ্বের সামনে নির্দয়ভাবে বার করে দেওয়া হয়েছে। প্রেমিককে লেখা প্রতিটি চিঠির মধ্যে আমার মানসিক দুর্বলতার কথা ছিল, সকলের কাছে নয়, শুধু এক ব্যক্তির কাছে আমার আত্মার খানিকটা খুলে ধরেছিলাম আমি। তা এইভাবে প্রকাশ্যে নিয়ে আসায় রাতের পর রাত আমি কেঁদেছি। লোকে আমাকে নিয়ে মজা করেছে। কিন্তু আমি কখনও নির্দয়তার জবাব নির্দয়তা দিয়ে দিইনি, তাতেই আমি জয়ী।
কঙ্গনার কথায়, যদি কোনও ব্যক্তির পক্ষে তিনি যথেষ্ট ভাল না হন, তাতে তাঁর কিছু করার নেই কিন্তু তা বলে একজন মহিলার দুর্বলতা নিয়ে হাসিঠাট্টা করা বা তার আকাঙ্খার কারণে তাকে ছোট করার চেষ্টা করা কোনওভাবেই কাম্য নয়।
এখন দেখা যাক, কঙ্গনার এই বক্তব্যের জবাব কীভাবে দেন হৃতিক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement