Bangladesh: 'আমরা খুবই চিন্তিত, উনি অসুস্থ...', চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ নিয়ে কার্তিক মহারাজ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ । সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ চট্টগ্রাম আদালতে । রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাজা যাবজ্জীবন, জানাল চট্টগ্রাম আদালত । সন্ন্যাসীকে এবার রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে জেলে দীর্ঘ সময় বন্দি রাখতে চায় ইউনূস সরকার । অসুস্থ আইনজীবী রবীন্দ্র ঘোষের জায়গায় আজ লড়তে এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য । অপূর্ব ভট্টাচার্যর সঙ্গে ছিলেন আরও ১০ জন আইনজীবীর টিম । শুনানি হলেও জামিনের আবেদন খারিজ হওয়ায় হতাশ আইনজীবীরা আদালত ছাড়লেন । আশায় ছিলাম, হতাশ হলাম, প্রতিক্রিয়া কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ
আরও খবর..
চোরাপথে বাংলাদেশে ফেরার পথে গাইঘাটায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। তিনজনকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃত রুনা খাতুন ও হাসিনা বেগম বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। ধৃতরা ৬ মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ধৃতরা কাজ করছিলেন মুম্বইয়ে, চোরাপথে বাংলাদেশে ফেরার জন্য এসেছিল গাইঘাটার কাহনকিয়ায়। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ।