Bangladesh News: অনুপ্রবেশকারীদের আরও একটি চক্রের পর্দাফাঁস। ABP Ananda Live
Bangladesh News: অনুপ্রবেশকারীদের খোঁজে দিল্লি পুলিশের 'বাংলাদেশ সেল'। লাগাতার ভারতে অনুপ্রবেশ, দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। দিল্লি পুলিশের বাংলাদেশি সেলে থাকছেন ৫-১০জন পুলিশ। বাংলা জানা এমন পুলিশকর্মীদের নিয়েই 'বাংলাদেশ সেল'। এখনও পর্যন্ত দিল্লিতে ১৭৫জন বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত। ২ দশক আগে তৈরি 'বাংলাদেশ সেল' ফের সক্রিয় করল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনের পড়ে দিল্লি পুলিশ। তার বাংলাদেশ সেলে থাকবে ৫ থেকে ১০জন বাংলা জানা পুলিশকর্মী। ২০ বছর আগে দিল্লি পুলিশের এই বাংলাদেশি সেল তৈরি হয়েছিল। সেখানে বাংলা ভাষা জানা এবং বলতে পারা পুলিশকর্মী থাকবেন।
জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ। সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ চট্টগ্রাম আদালতে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাজা যাবজ্জীবন, জানাল চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীকে এবার রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে জেলে দীর্ঘ সময় বন্দি রাখতে চায় ইউনূস সরকার। 'হিন্দুদের এক করেছিলেন', চিন্ময়কৃষ্ণ প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী।