Bangladesh News: নতুন বছরেও জামিন মিলল না চিন্ময়কৃষ্ণের, হাইকোর্টে আবেদনের ভাবনা
Chinmaykrishna Das: জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ । সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ চট্টগ্রাম আদালতে । রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাজা যাবজ্জীবন, জানাল চট্টগ্রাম আদালত । সন্ন্যাসীকে এবার রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে জেলে দীর্ঘ সময় বন্দি রাখতে চায় ইউনূস সরকার । অসুস্থ আইনজীবী রবীন্দ্র ঘোষের জায়গায় আজ লড়তে এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য । অপূর্ব ভট্টাচার্যর সঙ্গে ছিলেন আরও ১০ জন আইনজীবীর টিম । শুনানি হলেও জামিনের আবেদন খারিজ হওয়ায় হতাশ আইনজীবীরা আদালত ছাড়লেন । আশায় ছিলাম, হতাশ হলাম, প্রতিক্রিয়া কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের।
'বহু গরিব মানুষ নদীর চরে বসবাস করছে। এর ফলে নদী বন্ধ হয়ে যায়। বাঁধ ভেঙে যায়। সেচ দফতরকে দায়িত্ব নিতে হবে। গরিব মানুষকে তো ফেলে দেওয়া যায় না', নবান্নের প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী।