Operation Sindoor: 'দেশ যুদ্ধের মধ্যে রয়েছে, ভয় পাচ্ছি', অপারেশন সিঁদুরের আবহে ডাকাবুকো এই অভিনেত্রীর মুখে হঠাৎ এমন কথা!
Kangana Ranaut on Operation Sindoor: মধ্যরাতে যখন গোটা দেশবাসী শান্তিতে ঘুমোচ্ছে, তখনই চরম আঘাত হানল ভারত

কলকাতা: তিনি বরাবরই ডাকাবুকো। দেশের যে কোনও বিষয় হোক বা সমসাময়িক কোনও ঘটনা.. তিনি প্রত্যেকটা বিষয়েই সরব, নিজের মতামত নিয়ে স্পষ্ট। তবে গোটা দেশ যখন উত্তেজনায় ফুটছে অপারেশন সিঁদুর নিয়ে, তখন কেন তাঁর মুখে উঠে এল ভয়ের কথা? তিনি কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর মুখে হামেশাই শোনা যায়, মোদি সরকারের স্তুতির কথা। প্রায় প্রত্যেকটা বিষয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত রাখেন তিনি। তবে আজ তাঁর মুখে শোনা গেল ভয়ের কথা, আতঙ্কের কথা।
কী বললেন কঙ্গনা?
আজ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, 'দেশ যুদ্ধের মধ্যে রয়েছে, আমরা সবাই ভয়ে রয়েছি, ঘাবড়ে রয়েছি। আমাদের সেনারা আমাদের রক্ষা করছেন, ঈশ্বর ওনাদের রক্ষা করুন। প্রধানমন্ত্রী মোদি এই অপারেশনের নাম দিয়েছিলেন অপারেশন সিঁদুর। আমাদের দেশের মায়েদের সামনে, মেয়েদের সামনে তাঁদের স্বামীদের মেরে ফেলা হয়েছিল। রক্ত দিয়ে তার বদলা নেওয়া হল। দেশের সাফল্য প্রার্থনা করি।'
কীভাবে প্রত্যাঘাত?
রাফাল থেকে স্ক্যাল্প মিসাইল ছুড়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল বায়ুসেনা, খবর সূত্রের। স্টর্ম শ্যাডো বা স্ক্যাল্প মিসাইল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ২৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত গিয়ে আঘাত হানতে সক্ষম স্ক্যাল্প মিসাইল। মাটির বহু গভীর পর্যন্ত আঘাতের তীব্রতা ছড়িয়ে দিতে সক্ষম স্ক্যাল্প মিসাইল। স্ক্যাল্প মিসাইল এর আগে ব্যবহার করত গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। এই মিসাইলের ওজন মোটামুটি ১ হাজার ৩০০ কেজি। দূর থেকে আক্রমণ শানিয়ে ধ্বংসের মাত্রা বাড়াতে এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হয়ে থাকে। প্রত্যাঘাতে ব্যবহার করা হয়েছে হ্যামার স্মার্ট বম্ব। শক্তিশালী বাঙ্কার, কংক্রিটের বহুতল এক মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে হ্যামার স্মার্ট বম্ব। ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরে ছোড়া যায় এই স্মার্ট বম্বকে। ২৫ মিনিটে অপারেশন, রাফালের সঙ্গে ছিল সুখুই।
মধ্যরাতে প্রত্যাঘাত
মধ্যরাতে যখন গোটা দেশবাসী শান্তিতে ঘুমোচ্ছে, তখনই চরম আঘাত হানল ভারত। পহেলগাঁওয়ের প্রত্যাঘাত ভারতের, সিঁদুরের বদলা 'অপারেশন সিঁদুর'। রাতের অন্ধকারে রাফাল গর্জন, পাকিস্তান ও POK-তে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারত। মধ্যরাতে মাত্র ২৫ মিনিটের অপারেশন, জইশ-লস্কর-হিজবুলের ৯ ঘাঁটি ধ্বংস করল ভারত। ভারতের প্রত্যাঘাত, কান্দাহার-মুম্বই হামলার চক্রী মাসুদের পরিবার নিকেশ মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহারের পরিবারের ১৪জন নিহত হয়েছে বলে খবর সূত্রের। গুরুতর আহত মাসুদের ভাই ও মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের জবাব, জইশ প্রধানের ভাইয়ের ছেলে হুজাইফাও নিহত হয়েছে বলেই জানা যাচ্ছে। ভারতের বদলা, ধুলিসাৎ জইশ, লস্কর, হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। পহেলগাঁও কাণ্ডের ১৫দিনের মাথায় ২৬ জনকে হত্যার কঠোর বদলা। ভারতের প্রত্যাঘাত, পাকিস্তান-পাক অধিকৃত কাশ্মীরে পরপর জঙ্গি ঘাঁটি ধ্বংস করল দেশ।
#WATCH | Delhi: On #OperationSindoor, BJP MP Kangana Ranaut says, " Country is in a war and we are all nervous. Our security forces protect us, may God protect them...PM Modi named this operation as Operation Sindoor. At the sight of our mothers and daughters, their husbands were… pic.twitter.com/ymlUHvxVx7
— ANI (@ANI) May 7, 2025






















