![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ranbir Alia Marriage: 'ভুয়ো দম্পতির পর্দাফাঁস হওয়া উচিত', কঙ্গনার নিশানায় কি এবার আলিয়া-রণবীর?
Kangana Ranaut: সম্প্রতি 'ধাকড়' অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিস্ফোরক দাবি করেছেন। তিনি লেখেন, 'অন্যান্য খবরে, এক ভুয়ো স্বামী স্ত্রীর জুটি, যাঁরা বাড়ির ভিন্ন তলায় থাকেন...।'
![Ranbir Alia Marriage: 'ভুয়ো দম্পতির পর্দাফাঁস হওয়া উচিত', কঙ্গনার নিশানায় কি এবার আলিয়া-রণবীর? Kangana Ranaut On Ranbir Kapoor Alia Bhatt marriage fake new posts know details Ranbir Alia Marriage: 'ভুয়ো দম্পতির পর্দাফাঁস হওয়া উচিত', কঙ্গনার নিশানায় কি এবার আলিয়া-রণবীর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/ae3d0a3909ae7787d973a8b556e3ddad1689686168142229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ফের বিস্ফোরক কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রীর কথায়, 'এক ভুয়ো দম্পতি (Fake Couple) একাধিক ভুয়ো ছবির নাম ঘোষণা করে চলেছে'। একইসঙ্গে তিনি এও বলেন যে সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে এই দম্পতির স্বামী নাকি কঙ্গনাকে মেসেজ করে বারবার 'অনুরোধ' করতে থাকেন তাঁর সঙ্গে দেখা করার জন্য, যে ট্রিপ থেকে বাদ পড়েছিল তাঁর স্ত্রী ও খুদে। কঙ্গনার কথা শুনে অনেকেই মনে করছেন যে তিনি নিশানা করেছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)। সম্প্রতি মা নীতু কপূরের (Neetu Kapoor) জন্মদিন পালন করতে পরিবারের সঙ্গে লন্ডন উড়ে গিয়েছিলেন রণবীর।
কঙ্গনা রানাউতের নিশানায় রণবীর-আলিয়া
সম্প্রতি 'ধাকড়' অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিস্ফোরক দাবি করেছেন। কঙ্গনার আসন্ন প্রজেক্টের ব্যাপারে কিছু নেটিজেন ও মিডিয়া প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করেন তিনি, যা তাঁর পক্ষে লেখা নয় সেভাবে। তারপরেই তিনি নিশানা করেন বলিউডের এক 'ভুয়ো' দম্পতিকে। নাম না করে এনেছেন একাধিক অভিযোগ।
কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 'অহিংসা এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে তাঁর আসন্ন প্রজেক্ট সংক্রান্ত খবর শেয়ার করেন। সেই প্রতিবেদনে দেখা যায় কঙ্গনার সঙ্গে বিজয় সেতুপতির জুটি বাঁধার খবরে মসকরা করেছেন অনুরাগীরা। এরপরেই স্টোরিতে তিনি লেখেন, 'অন্যান্য খবরে, এক ভুয়ো স্বামী স্ত্রীর জুটি, যাঁরা বাড়ির ভিন্ন তলায় থাকেন এবং দম্পতি হওয়ার নাটক করেন, তাঁরা একের পর এক ছবির ভুয়ো নাম ঘোষণা করে চলেছেন যেগুলো এখনও তৈরিই হয়নি।' তাঁর অভিযোগ জনপ্রিয় এক অনলাইন বিপণন সংস্থার ব্র্যান্ডকেও নিজেদের বলে দাবি করেন ওই দম্পতি। তিনি লিখে চলেন, 'তাছাড়াও, সম্প্রতি এক ফ্যামিলি ট্রিপ থেকে কীভাবে স্ত্রী ও সন্তানকে বাদ দিলেন তিনি, এবং সেই সময় উক্ত স্বামী আমাকে বারবার টেক্সট করে অনুরোধ করছিলেন তাঁর সঙ্গে দেখা করার জন্য... এই ভুয়ো জুটির ওপর থেকে পর্দা সরিয়ে দেওয়া উচিত।'
এখানেই শেষ নয়। কঙ্গনা আরও লেখেন, 'যখন কেউ ভালবাসা নয়, ছবির প্রচার, টাকা বা কাজের জন্য বিয়ে করে তখন এরকমই হয়... এই অভিনেতা যিনি মাফিয়া বাবার চাপে পড়ে বিয়ে করেন, তাঁকে ট্রিলজিতে অভিনয়ের কথা দেওয়া হয় 'পাপা কি পরী'কে বিয়ে করার পরিবর্তে... সেই সিনেমার ট্রিলজি এখন হাত থেকে বেরিয়ে গেছে এবং এখন তিনিও এই ভুয়ো বিয়ে থেকে বেরিয়ে এসে মুক্ত হতে চাইছেন... কিন্তু দুঃখের বিষয় এখন কেউ নেই তাঁকে নেওয়ার জন্য... ওঁর এখন নিজের স্ত্রী ও মেয়ের দিকে নজর দেওয়া উচিত... এটা ভারত, এখানে একবার বিয়ে হয়ে যাওয়া মানে হয়ে গেল... এবার শুধরে যাও।'
আরও পড়ুন: Urfi Javed: চোখের তলা ফুলে লাল, নতুন ছবি শেয়ার করলেন 'হতাশ' উরফি
প্রসঙ্গত, কর্মক্ষেত্রে কঙ্গনা রানাউতকে দেখা যাবে 'তেজস' ও 'চন্দ্রমুখী ২' ছবিতে। মুক্তির অপেক্ষায় তাঁর 'এমার্জেন্সি' ছবিও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)