Kangana on The Kashmir Files Film: বলিউডকে 'পাপ' মুক্ত করল 'দ্য কাশ্মীর ফাইলস', প্রশংসায় কঙ্গনা রানাউত
Kangana on The Kashmir Files Film: ছবির নির্মাতা ও ছবিটির প্রশংসা করে অভিনেত্রী কঙ্গনা রানাউত বলেন, 'ওঁরা এত ভাল ছবি তৈরি করেছেন যে বলিউডে পাপ ধুয়ে দিয়েছেন।' তাঁর মতে সকলের উচিত এই ছবির প্রচার করা।
নয়াদিল্লি: শুধু মুক্তি পাওয়ার পরেই নয়, প্রেক্ষাগৃহে আসার আগে থেকেই বেশ সাড়া ফেলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' (Vivek Agnihotri directed 'The Kashmir Files')। ইতিমধ্যেই একাধিক রাজ্যে কর মুক্ত ঘোষিত হয়েছে এই ছবি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। এবার সেই তালিকায় আরও অনেকের সঙ্গে নাম জুড়ল অভিনেত্রী কঙ্গনা রানাউতেরও (Kangana Ranaut)।
কঙ্গনা রানাউত। সবসময়েই নিজের মনের কথা স্পষ্ট জানাতে পছন্দ করেন। এবারেও তাই হল। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রশংসা করে ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর দাবি এই ছবি বলিউডকে 'পাপ' মুক্ত করেছে।
'পঙ্গা' অভিনেত্রী বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি দেখে ফেলেছেন সোমবারই। প্রেক্ষাগৃহের বাইরে অপেক্ষারত পাপারাৎজিদের নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
ছবির নির্মাতা ও ছবিটির প্রশংসা করে অভিনেত্রী বলেন, 'ওঁরা এত ভাল ছবি তৈরি করেছেন যে বলিউডে পাপ ধুয়ে দিয়েছেন।'
অভিনেত্রী আরও বলেন যে ইন্ডাস্ট্রির সকলের উচিত এই ছবির প্রচার করা। 'বলিউডে এত অপ্রয়োজনীয় ছবি তৈরি হয় আর সেগুলো প্রবলভাবে প্রচারিত হয়। ওঁদের উচিত এই ছবির প্রচার করা।'
View this post on Instagram
একইসঙ্গে তিনি প্রত্যেককে এই ছবিটি দেখতে অনুরোধ করেছেন। কঙ্গনার মতে এই ছবিটি প্রত্যেক রাজ্যে করমুক্ত করে দেওয়া উচিত। তবে এই প্রথম নয়, এর আগেও 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে কথা বলেছেন তিনি।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রশংসা করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও ভোট পরবর্তী হিংসার কথাও উল্লেখ করেছেন তিনি।
নব্বই দশকের শুরুর কথা। সে সময় জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ ক্রমেই বৃদ্ধির পায়। ভয়াবহ হয়ে ওঠে উপত্যকার পরিস্থিতি। ক্রমেই হিংসার ভয়ে ভিটেমাটি ছাড়তে শুরু করে শ’য়ে শ’য়ে কাশ্মীরি পণ্ডিতরা। সেই ভয়ঙ্কর দুর্দশার কাহিনিই বলেছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’।