এক্সপ্লোর
Advertisement
সারানোর পয়সা নেই,ভাঙা অফিস একজন মহিলার মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াইয়ের প্রতীক হিসাবে রাখতে চান কঙ্গনা
মুম্বই শহরে অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে কঙ্গনা কিছুদিন আগে প্রশ্ন তুলেছিলেন। শহরে নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকার ক্ষুন্ন হওয়ার কথা তুলে তিনি বলেছিলেন যে মুম্বই যেন পাক-অধিকৃত কাশ্মীর।
মুম্বই: মুম্বইয়ের অফিসবাড়ি ভাঙা নিয়ে এবার টুইট করলেন কঙ্গনা রানাউত। জানালেন বিএমসি যেভাবে তাঁর বাড়ি ভেঙে দিয়েছে, তা সারানোর মতো অর্থ তাঁর নেই। পরিবর্তে তিনি এই ভাঙা বাড়িটিই রেখে দেবেন এক মহিলার প্রতিবাদে গর্জে ওঠার স্মারকচিহ্ন হিসাবে। পিতৃতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
I had my office opening on 15th Jan, shortly after corona hit us, like most of us I haven’t worked ever since, don’t have money to renovate it, I will work from those ruins keep that office ravaged as a symbol of a woman’s will that dared to rise in this world #KanganaVsUddhav https://t.co/98VnFANVsu
— Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020
প্রসঙ্গত, মুম্বই শহরে অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে কঙ্গনা কিছুদিন আগে প্রশ্ন তুলেছিলেন। শহরে নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকার ক্ষুন্ন হওয়ার কথা তুলে তিনি বলেছিলেন যে মুম্বই যেন পাক-অধিকৃত কাশ্মীর। কঙ্গনার এ কথায় সে সময়ে অনেক সেলিব্রিটি এবং বহু মানুষ তাঁর বিরুদ্ধে সরব হন। যে শহর তাঁকে খ্যাতি ও প্রতিষ্ঠা দিয়েছে সে শহর সম্পর্কে এমন মন্তব্যের জন্য তিনি সমালোচিত হন। কিন্তু এরপর ঘটে আরও মারাত্মক ব্যাপার। এক শিবসেনা নেতা কঙ্গনাকে মুম্বই ছেড়ে চলে যেতে বলেন। ক্রমে বিতর্কে জড়ান আরও এক শিবসেনা নেতা। জবাবে কঙ্গনা জানান তিনি ৯ সেপ্টেম্বর মুম্বই ফিরছেন, কারও বাবার ক্ষমতা থাকলে তাঁকে আটকে দেখাক। তিনি শহরে ঢোকার আগেই,কথা কাটাকাটির ২৪ ঘণ্টা ঘুরতে না ঘুরতে তাঁর বাড়ির একাংশ ভেঙে ফেলে বিএমসি,বেআইনি নির্মাণের অভিযোগ তুলে। গতকালই নিজের অফিসের ধ্বংসস্তূপ ঘুরে দেখেন কঙ্গনা। মানসিকভাবে ভেঙেও পড়েন।এদিন টুইট করে কঙ্গনা লেখেন, ‘মাত্র ১৫ জানুয়ারি আমার অফিস খোলা হয়েছিল। অতিমারির জন্য লকডাউন হওয়ার আগে সামান্য কটা দিন অফিসে কাজ হয়েছে। এই অফিস আবার সারানোর পয়সা নেই আমার। আমি বাড়ির ভগ্নাবশেষ এভাবেই রেখে দিতে চাই একজন মহিলার মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীকী স্মারক হিসাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement