Kangana Ranaut: কর্ণকে 'শকুনি' ও রণবীরকে 'দুর্যোধন' বলে তোপ! সুশান্তের মৃত্য়ুর জন্য় এই ডুয়োকে দায়ী করলেন কঙ্গনা
Kangana Ranaut On Sushant Singh Rajput's death: আবারও খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
![Kangana Ranaut: কর্ণকে 'শকুনি' ও রণবীরকে 'দুর্যোধন' বলে তোপ! সুশান্তের মৃত্য়ুর জন্য় এই ডুয়োকে দায়ী করলেন কঙ্গনা Kangana Ranaut says 'Shakuni' Karan Johar, 'Duryodhan' Ranbir Kapoor were responsible for Sushant Singh Rajput's death Kangana Ranaut: কর্ণকে 'শকুনি' ও রণবীরকে 'দুর্যোধন' বলে তোপ! সুশান্তের মৃত্য়ুর জন্য় এই ডুয়োকে দায়ী করলেন কঙ্গনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/11/8d01c76335b53381237206f0e3d8cec8168649706458547_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শনিবার নীতেশ তিওয়ারির রামায়ণে ভগবান রাম হিসাবে কাস্ট করার জন্য রণবীর কাপুরকে একটি 'চর্মসার সাদা ইঁদুর' উল্লেখ করেছিলেন কঙ্গনা রানাউত। আর আজ রবিবার তাঁকে এবং পরিচালক করণ জোহরকে যথাক্রমে 'দুর্যোধন' এবং 'শকুনি' বলে অভিহিত করে আক্রমণ করলেন অভিনেত্রী। তিনি এও বলেন যে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য এই ডুয়োই দায়ী।
আজ ইনস্টাগ্রাম স্টোরিজে অভিনেত্রী লিখেছেন, "গতকালের গল্পগুলি আরও বিশদভাবে বর্ণনা করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব ধরণের হুমকি রয়েছে তবে সবচেয়ে খারাপ হল এই দুর্যোধন (সাদা ইঁদুর) এবং শকুনি (পাপা জো) জুড়ি৷ নিজেদের গসিপ, ঈর্ষান্বিত হওয়া, নিরাপত্তাহীনতার কথা তাঁরা স্বীকার করে নিয়েছেন। এছাড়াও এঁরা নিজেদেরকে সিনেমার গুজবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক হিসেবে উল্লেখ করেছে।"
আরও পড়ুন...
ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ
তিনি আরও বলেন, "পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এটি জানে যে, কর্ণ জোহর ও রণবীর কাপূর সুশান্ত সিং রাজপুতের বিরুদ্ধে একাধিক চক্রান্ত করেছিল ও তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল। তাঁরা আমার বিরুদ্ধে সব ধরনের বাজে গুজব ছড়িয়েছে। তবে আমার ব্য়ক্তিগত জীবন এবং কর্মজীবনে তাঁদের হাতের বাইরে।"
প্রসঙ্গত, কিছুদিন আগে প্রিয়ঙ্কা চোপড়ার হলিউডে পাড়ি দেওয়া নিয়েও বিতর্কিত মন্তব্য় করেছিলেন কঙ্গনা। বলিউড কুইন তাঁর ট্য়ুইটারে লিখেছিলেন,'প্রিয়ঙ্কার বিরুদ্ধে দল বানিয়েছিল বলিউডের একাংশ, এঁদের মধ্য়ে অন্য়তম পরিচালক কর্ণ জোহর। প্রিয়ঙ্কাকে একজন স্বপ্রতিষ্ঠিত মহিলাকে এই মানুষগুলো বলিউড ছাড়তে বাধ্য় করেছিল।'
কঙ্গনা এখানে কর্ণ জোহর ও শাহরুখের প্রসঙ্গও তুলেছিলে। জানিয়েছিলেন, কর্ণ এবং শাহরুখ বন্ধুত্বের কথা সবসমই তুলে ধরা হয়, কিন্তু এঁদের সঙ্গে মিলে মুভি মাফিয়ারা দুর্বল বহিরাগতদের কোণঠাসা করে দেয়, এবং প্রিয়ঙ্কাকে ক্রমাগত হয়রানি করা হচ্ছিল। আর এই কারণেই ভারত ছাড়তে বাধ্য় হন তিনি।'
কর্ণ জোহরকে উদ্দেশ্য় করে কঙ্গনা জানিয়েছেন, 'এই ঘৃণ্য, ঈর্ষান্বিত,এবং বিষাক্ত ব্যক্তিকে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতি এবং পরিবেশ নষ্ট করার জন্য দায়ী করা উচিত। তার গ্যাং এবং মাফিয়া পিআরকে বহিরাগতদের হয়রানির জন্য দায়ী করা উচিত।'
বেতন বৈষম্য় নিয়েও মুখ খুলেছিলেন তিনি। কঙ্গনা লিখেছিলেন, "এটা সত্যি যে মহিলারা আমার আগে এই পিতৃতান্ত্রিক নিয়মের কাছে নতি স্বীকার করেছিল। বেতনের সমতার জন্য আমিই প্রথম লড়াই করেছিলাম এবং এটি করতে গিয়ে আমি (Kangana Ranaut )। জঘন্য অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। আমার সমসাময়িকরা বিনামূল্যে কাজ করারও প্রস্তাব দিয়েছিল। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি বেশিরভাগ প্রথমসারির মহিলা অভিনেত্রীরা বিনামূল্যে কাজ করতে বাধ্য় হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)