Kangana Ranaut: নিজের কিছুই ভাল লাগত না একসময়, হীনমন্যতায় ভুগতাম: কঙ্গনা রানাউত
Kangana Ranaut News: সদ্য নিজেই একটি ট্যুইট করে নিজের পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছেন কঙ্গনা। তাঁর দ্বিতীয় ছবির একটি মিউজিক ভিডিও মুক্তির একটি দৃশ্য প্রকাশ্যে এনে তিনি লিখেছেন সেই কথা।
কলকাতা: তাঁর আত্মবিশ্বাস এখন আকাশছোঁয়া। প্রযোজনা থেকে শুরু করে অভিনয়.. সবটায় তিনি জায়গা করে নিয়েছেন নিজের ক্ষমতায়। তবে এমন একটা সময় ছিল, যখন নিজেকে নিয়ে মোটেই খুশি ছিলেন না কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। যখন প্রথম প্রথম কাজ শুরু করেছিলেন, সেই সময়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন তিনি। সদ্য নিজেই একটি ট্যুইট করে নিজের পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছেন কঙ্গনা। তাঁর দ্বিতীয় ছবির একটি মিউজিক ভিডিও মুক্তির একটি দৃশ্য প্রকাশ্যে এনে তিনি লিখেছেন সেই কথা।
সদ্য একটি 'এক্স'-করে কঙ্গনা লিখেছেন, 'এটা আমার অভিনীত দ্বিতীয় ছবি 'ও লমহে'-র মিউজিক লঞ্চের ভিডিও। আমি সেই সময়ে টিনএজার ছিলাম। আমায় কেউই সুন্দর বলে মনে করতেন না। আর সেই কারণেই অনেকে আমায় সহজসভ্য বলে মনে করতেন। আমার মধ্যে কোনও ব্যক্তিত্ব ছিল না। বর্তমানে আমি একেবারে একটা অন্য মানুষ। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। এখন অবশ্য যখন পিছন ফিরে দেখি, মনে হয় সেই সময়ে আমার নিজস্ব একটা ভঙ্গিমা ছিল, সারল্য ছিল। সেটা এখন আর নেই। কিন্তু সেই সময়ে আমি নিজের ভাল দিকগুলো খুঁজে নিতে শিখিনি। সেই কারণেই সেই সময়ে আমার সারল্যের মর্যাদা দিতে পারিনি।'
কঙ্গনা আরও লেখেন, 'এই গল্পটা বললাম কারণ আমি সমস্ত মহিলাদের বার্তা দিতে চাই, প্রত্যেকটা বয়সেই তুমি নিজের মতো করে সুন্দর। নিজের মতো করে আত্মবিশ্বাসী। কখনও নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগো না। কারণ যখন ফিরে দেখবে, বুঝতে পারবে প্রত্যেকটা সময়েই তুমি নিজের মতো করে সুন্দর ছিলে, আছো থাকবে। ' কঙ্গনা আসলে বার্তা দিতে চেয়েছেন আত্মবিশ্বাসের। যে কোনও বয়সে যে প্রত্যেকটা মানুষ সুন্দর, সেটাই বোঝাতে চেয়েছেন নায়িকা। বর্তমানে নিজের নতুন ছবি 'ইমার্জেন্সি'-র প্রচারে ব্যস্ত কঙ্গনা।
This is a video from my second film Woh Lamhe music launch, I was just a teenager and like every young woman I hated everything about my appearance, no young woman thinks she is attractive or beautiful, probably that also makes them more vulnerable, innocent and approachable,… pic.twitter.com/5XOq7jwM6Q
— Kangana Ranaut (@KanganaTeam) September 14, 2024
আরও পড়ুন: Jaya Bachchan: কেন ছবিশিকারীদের দেখলেই এত বিরক্ত হন জয়া বচ্চন? জানেন আসল কারণটা কী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।