Kangana Ranaut Slapgate: কঙ্গনা রানাউতকে সপাট চড় মেরে সাসপেন্ড, কে এই CISF জওয়ান কুলবিন্দর কউর?
Kulwinder Kaur: বৃহস্পতিবার এই 'চড়কাণ্ড' ঘটার পর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কুলবিন্দর কউরকে চিৎকার করে বলতে শোনা যায়, 'আমার মা ছিলেন ওখানে'। কীসের ক্ষোভ কুলবিন্দর কউরের?
নয়াদিল্লি: কুলবিন্দর কউর (Kulwinder Kaur), সিআইএসএফের (CISF) সেই মহিলা কনস্টেবল (Lady Constable) যিনি বৃহস্পতিবার বিকেল থেকে শিরোনামে। কেন? বিজেপির নবনিযুক্ত সাংসদ, অভিনেত্রী কঙ্গনা রানাউতকে চণ্ডীগড় বিমানবন্দরে হাতের নাগালে পেতেই সপাটে চড় মারেন। ঘটনার পর একটি ভাইরাল হওয়া ভিডিওয় তাঁকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে অভিনেত্রীর বিরুদ্ধে। ২০২০ সালে ঘটা কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্য নিয়ে ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর, এদিন রাজনীতিক-অভিনেত্রীর গায়ে হাত তুলে সেই রাগই নাকি খানিক প্রশমন করেছেন। কিন্তু কেন এই পরিমাণ রাগ? কী হয়েছে ঠিক? কে-ই বা এই কুলবিন্দর কউর?
নায়িকা সাংসদকে সপাটে চড়, কে এই কুলবিন্দর কউর?
বৃহস্পতিবার এই 'চড়কাণ্ড' ঘটার পর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কুলবিন্দর কউরকে চিৎকার করে বলতে শোনা যায়, 'আমার মা ছিলেন ওখানে'। দিল্লি সীমানায় চলতে থাকা কৃষক আন্দোলনে ১০০ টাকার বিনিময়ে অংশ নিয়েছিলেন মহিলারা, এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত। সেই বক্তব্যের রেশ টেনেই এদিন কুলবিন্দর জানান যে তাঁর মা-ও ছিলেন সেই আন্দোলনে। তাঁকে বলতে শোনা যায়, 'কঙ্গনা বলেন মহিলারা ১০০-১০০ টাকায় বসেছিলেন কৃষক আন্দোলনে, উনি গিয়ে বসবেন ওখানে? আমার মা বসেছিলেন ওখানে যখন উনি ওই মন্তব্য করছিলেন।'
ওই মহিলা কনস্টেবল, যাঁকে এই ঘটনার পর সাসপেন্ড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে, এ কথাও স্পষ্ট করে দেন যে অভিনেত্রী-রাজনীতিককে তিনি 'কৃষকদের অসম্মান' করার উত্তর দিয়েছেন। 'সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স' (সিআইএসএফ), বিমানবন্দরে যারা নিরাপত্তা প্রদানের দায়িত্বপ্রাপ্ত, এই ঘটনার তদন্তের জন্য আদালতের নির্দেশ দিয়েছে।
There’s almost nothing Ms Ranaut says that I agree with but I don’t think there is any justification for physically assaulting her. Her views on the farmer protest were highly objectionable but they were her views & she’s entitled to them. Those celebrating this slap will also… https://t.co/2qQzehVXkv
— Omar Abdullah (@OmarAbdullah) June 6, 2024
সূত্রের খবর, অভিযুক্ত CISF জওয়ান কুলবিন্দর কউর, কৃষক পরিবারের সন্তান। ২০০৯ সালে তিনি CISF-এ যোগ দেন এবং চণ্ডীগড় বিমানবন্দরে অ্যাভিয়েশন সিকিউরিটি গ্রুপ ফোর্সে রয়েছেন ২০২১ সাল থেকে। এখনও পর্যন্ত বাহিনীতে তাঁর বিরুদ্ধে কোনও সতর্কতামূলক তদন্ত বা শাস্তি হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ওই জওয়ানের স্বামীও একই বিমানবন্দরে কর্মরত।
এই ঘটনার পর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানান যে তিনি সুরক্ষিত রয়েছেন। একইসঙ্গে 'পাঞ্জাবে বাড়তে থাকা সন্ত্রাসবাদ' নিয়ে চিন্তাও প্রকাশ করেন। ২০২০ সালে দেশজুড়ে কৃষকেরা একজোট হয়ে গড়ে তোলেন আন্দোলন। উত্তাল হয় রাজ্য রাজনীতি। সেই সময় ওই আন্দোলনে বসে থাকা এক বৃদ্ধার ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, '১০০ টাকাতেই লভ্য'। বিপুল জনরোষের মুখে সেই পোস্ট মুছতে বাধ্য হন অভিনেত্রী। আজকের ঘটনার পরও দুই দলে বিভক্ত নেটপাড়া। একাংশের মত, আদর্শের পার্থক্য থাকলেও কারও গায়ে হাত তোলা ঠিক নয়। অন্যদিকে অপর দলের মত, 'ওই জওয়ান ঠিক কাজ করেছেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।