Kangana Ranaut: বেতন বৈষম্য নিয়ে সরব কঙ্গনা, প্রিয়ঙ্কার ভিডিও শেয়ার করে দিলেন বিশেষ বার্তা
Kangana Ranaut: প্রিয়ঙ্কা চোপড়ার পর এবার বলিউডে বেতন বৈষম্য় নিয়ে সরব হলেন বলিউডের কুইন।
কলকাতা: বলিউডে বেতন বৈষম্য় নিয়ে আগেই সরব হয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut )। সম্প্রতি ইন্সটা গ্রামে প্রিয়ঙ্কার একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা (Kangana Ranaut )। লেখেন, "এটা সত্যি যে মহিলারা আমার আগে এই পিতৃতান্ত্রিক নিয়মের কাছে নতি স্বীকার করেছিল। বেতনের সমতার জন্য আমিই প্রথম লড়াই করেছিলাম এবং এটি করতে গিয়ে আমি (Kangana Ranaut )। জঘন্য অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। আমার সমসাময়িকরা বিনামূল্যে কাজ করারও প্রস্তাব দিয়েছিল। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি বেশিরভাগ প্রথমসারির মহিলা অভিনেত্রীরা বিনামূল্যে কাজ করতে বাধ্য় হয়।
কঙ্গনা (Kangana Ranaut )। লিখেছেন যে তিনিই একমাত্র মহিলা অভিনেতা যিনি পুরুষ অভিনেতাদের সমান পারিশ্রমিক পান। ইন্সটা পোস্টে অভিনেত্রী (Kangana Ranaut )।বলেন, "চলচ্চিত্র শিল্পে সবাই জানে যে আমি কেবল পুরুষ অভিনেতাদের মতো পারিশ্রমিক পাই এবং যা অন্য় কেউ পায় না।"
আরও পড়ুন...
খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার
প্রসঙ্গত, বেতন বৈষম্য় নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, 'কেরিয়ারের ২২ বছরে এসে 'সিটাডেল'-এ আমি আমার পুরুষ সহকর্মীর সমান বেতন পেয়েছি। বলিউডে কর্মজীবনের শুরুর দিকে পুরুষ সহকর্মীর বেতনের আমি ১০% টাকা পেতাম।'
উল্লেখ্য়, প্রিয়ঙ্কা চোপড়ার বলিউড ছেড়ে চলে যাওয়ার প্রসঙ্গেও সরব হয়েছিলেন কঙ্গনা। বলিউড কুইন তাঁর ট্য়ুইটারে লিখেছিলেন,'প্রিয়ঙ্কার বিরুদ্ধে দল বানিয়েছিল বলিউডের একাংশ, এঁদের মধ্য়ে অন্য়তম পরিচালক কর্ণ জোহর। প্রিয়ঙ্কাকে একজন স্বপ্রতিষ্ঠিত মহিলাকে এই মানুষগুলো বলিউড ছাড়তে বাধ্য় করেছিল।'
কঙ্গনা এখানে কর্ণ জোহর ও শাহরুখের প্রসঙ্গও তুলেছিলে। জানিয়েছিলেন, কর্ণ এবং শাহরুখ বন্ধুত্বের কথা সবসমই তুলে ধরা হয়, কিন্তু এঁদের সঙ্গে মিলে মুভি মাফিয়ারা দুর্বল বহিরাগতদের কোণঠাসা করে দেয়, এবং প্রিয়ঙ্কাকে ক্রমাগত হয়রানি করা হচ্ছিল। আর এই কারণেই ভারত ছাড়তে বাধ্য় হন তিনি।'
আরও পড়ুন...
Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা
কর্ণ জোহরকে উদ্দেশ্য় করে কঙ্গনা জানিয়,'এই ঘৃণ্য, ঈর্ষান্বিত,এবং বিষাক্ত ব্যক্তিকে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতি এবং পরিবেশ নষ্ট করার জন্য দায়ী করা উচিত। তার গ্যাং এবং মাফিয়া পিআরকে বহিরাগতদের হয়রানির জন্য দায়ী করা উচিত। '