এক্সপ্লোর
উদ্ধব-সরকারের সঙ্গে সংঘাতের আবহে আজ মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে বৈঠক কঙ্গনার
শিবসেনা তথা মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাতের আবহে আজ রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করবেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশে বাড়িতে ফিরে যাওয়ার আগে আজ বিকেল সাড়ে চারটেয় রাজভবনে রাজ্যপালের সঙ্গে কঙ্গনা দেখা করবেন বলে জানা গেছে।

মুম্বই: শিবসেনা তথা মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাতের আবহে আজ রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করবেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশে বাড়িতে ফিরে যাওয়ার আগে আজ বিকেল সাড়ে চারটেয় রাজভবনে রাজ্যপালের সঙ্গে কঙ্গনা দেখা করবেন বলে জানা গেছে।
এই বৈঠকের উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়। তবে মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার চলতি সংঘাত নিয়েই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।
গত ৮ সেপ্টেম্বর অভিনেত্রীর প্রোডাকশন হাউস মণিকর্নিকা ফিল্মসের অফিসে বেআইনি নির্মাণের অভিযোগে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র নোটিশ জারি করার পরই দুই পক্ষের সংঘাত চরম আকারে পৌঁছয়। বিএমসি কঙ্গনার অফিসের একাংশ ভেঙে দেয়। এরপরই মুম্বইয়ের একটি আদালত বিএমসি-র এই কাজে স্থগিতাদেশ দেয়।
এই ঘটনায় ক্ষুব্ধ কঙ্গনা সরাসরি আক্রমণ করেন মহারাষ্ট্রের মুখমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্ত নিয়ে কঙ্গনা বারেবারেই মুম্বই পুলিশকে আক্রমণ শানিয়েছেন। এরইমধ্যে মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর মনে হচ্ছে, এই মন্তব্যের জন্য শিবসেনার ক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী।
কঙ্গনা দাবি করেছেন, তাঁর অফিসে কোনও বেআইনি নির্মাণ নেই। বিএমসি-র অনুমতি সাপেক্ষেই কাজ হয়েছে।
এরইমধ্যে মহারাষ্ট্র সরকার কঙ্গনার বিরুদ্ধে মাদক ব্যবহার সংক্রান্ত অভিযোগের তদন্তের জন্য মুম্বই পুলিশকে নির্দেশ দিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
অটো