Top Social Post Today: বিজেপি প্রার্থী হয়ে আপ্লুত কঙ্গনা, পুলকিত-কৃতির ছকভাঙা গায়ে হলুদ, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি
Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় রইল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
কলকাতা: সদ্য বিবাহিত পুলকিত সম্রাট (Pulkit Samrat) ও অভিনেত্রী কৃতী খারবন্দা (Kriti Kharbanda) -র গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসতেই অবাক নেটপাড়া। কোথায় হলুদ? কৃতি-পুলকিতের গায়ে তো লেগে রয়েছে মাটি! ব্যাপারটা কী? অন্যদিকে, অভিনয়ের থেকে বিতর্কের জন্যই বর্তমানে বেশি পরিচিত কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার রাজনীতিতে পদার্পণ করলেন অভিনেত্রী। জল্পনা সত্যি কপরে বিজেপি-র হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করলেন তিনি। কঙ্গনার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় রইল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
গায়ে 'হলুদ' আর নয়, বিয়ের রীতি বদলে ফেললেন কৃতি-পুলকিত!
'গায়ে হলুদ' কথাটার মধ্যেই রয়েছে হলুদ রঙের উল্লেখ। হিন্দু বিবাহের একটি অন্যতম সামাজিক প্রথা এটি। বিয়ের দিন সকালে বর ও বধূকে কাঁচা হলুদ বেটে মাখানো হয়। তবে সদ্য বিবাহিত পুলকিত সম্রাট (Pulkit Samrat) ও অভিনেত্রী কৃতী খারবন্দা (Kriti Kharbanda) -র গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসতেই অবাক নেটপাড়া। কোথায় হলুদ? কৃতি-পুলকিতের গায়ে তো লেগে রয়েছে মাটি! ব্যাপারটা কী? তাও সোশ্যাল মিডিয়ায় খোলসা করে দিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় আজ নিজের ও পুলকিতের গায়ে হলুদের ছবি শেয়ার করে নিয়েছেন কৃতি। ১৬ মার্চ সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এৎ আগেই বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন বলিউডের এই 'লাভ বার্ডস'। আজ গায়ে হলুদের ছবি শেয়ার করে কৃতি লেখেন, 'আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা ছিল একেবারে অন্যরকম। নিয়ম মেনে আমরা খুব সামান্য হলুদ ব্যবহার করেছিলাম। তবে আমাদের জন্য গায়ে হলুদ নয়, তৈরি হয়েছিল মুলতানি মাটির প্যাক। সেই প্যাকের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে নিয়েছিলাম কারণ ওটা তো শুভ। নতুন বর-বউয়ের ত্বক ঝলমল করবে মুলতানি মাটিতে, সেই কারণেই এই ব্যবস্থা।' সেই সঙ্গে কৃতি লিখেছেন 'একজন মানুষকে বিশেষভাবে ধন্যবাদ যে আমায় বাঁচিয়েছিল যখন পুলকিততে সবাই পুলের জলে ফেলছিল।' দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন কৃতি ও পুলকিত। নিজেদের সম্পর্ক নিয়ে তেমন রাখঢাকও করেননি তাঁরা। বিভিন্ন জায়গাতেই একসঙ্গে দেখা যেত তাঁদের। একই ছাদের তলায় সংসারও পেতেছিলেন তাঁরা। অবশেষে সামাজিক বন্ধনে বাঁধা পড়লেন এই জুটি। হালকা গোলাপির ওপর সাদা ও লাল কাজের লেহঙ্গা পরেছিলেন কৃতি। অন্যদিকে পুলকিত পরেছিলেন পেস্তা-সবুজ রঙের শেরওয়ানি। তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। বন্ধুবান্ধব থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, সকলেই শুভেচ্ছা জানান যুগলকে।
View this post on Instagram
এবার রাজনীতিতে 'পঙ্গা' নেবেন কঙ্গনা, অভিনেত্রীকে প্রার্থী করল BJP
অভিনয়ের থেকে বিতর্কের জন্যই বর্তমানে বেশি পরিচিত কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার রাজনীতিতে পদার্পণ করলেন অভিনেত্রী। জল্পনা সত্যি কপরে বিজেপি-র হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করলেন তিনি। কঙ্গনার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। শীঘ্রই অভিনেত্রী প্রচার অভিযান শুরু করবেন বলে জানা গিয়েছে। (Lok Sabha Elections 2024)। রবিবার লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থিতালিকা প্রকাশ করেছে, তাতেই হিমাচলের মান্ডিতে কঙ্গনাকে প্রার্থী করা হয়েছে। টিকিট পাওয়ার পর সোশ্য়াল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। তিনি লেখেন, 'আমার প্রিয় ভারত এবং ভারতীয় জনতার নিজের দল বিজেপি-র প্রতি সর্বদা নিঃশর্ত সমর্থন রয়েছে। আজ বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেছে। নিজের জন্মস্থান হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে আমাকে। দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মাথা পেতে নিলাম। আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দিতে পারে অত্যন্ত অনন্দিত বোধ করছি। দলের সম্পদ হয়ে উঠতে এবং নির্ভরযোগ্য জনসেবক হওয়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ'। আনুষ্ঠানিক ভাবে এযাবৎ পদ্মপতাকা হাতে তুলে নিতে দেখা যায়নি কঙ্গনা। তবে একাধিক বার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবং বিজেপি-র সমর্থনে গলা চড়িয়েছেন তিনি। নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরাগী ঘোষণা করেছেন আগেই। তাই বিজেপি-র প্রার্থিতালিকায় কঙ্গনার নাম সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। কঙ্গনার সমর্থকরা তো বটেই, বিজেপি সমর্থকরাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কঙ্গনার রাজীনীতে পা রাখার সিদ্ধান্তে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। কঙ্গনা যদিও আগেই জানিয়েছিলেন, রাজনীতিতে পা রাখতে আগ্রহী তিনি। তবে একরকম বাধ্য হয়েই তাঁকে রাজনীতির ময়দানে নামতে হল বলেও মনে করছেন কেউ কেউ। বিগত কয়েক বছরে অভিনয়ের চেয়ে বিতর্কের জন্যই বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন কঙ্গনা। হালফিলে মুক্তি পাওয়া তাঁর একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তাই রাজনীতিতেই আপাতত কঙ্গনা সাফল্য খুঁজছেন বলে মত তাঁদের।
My beloved Bharat and Bhartiya Janta’s own party, Bharatiya Janta party ( BJP) has always had my unconditional support, today the national leadership of BJP has announced me as their Loksabha candidate from my birth place Himachal Pradesh, Mandi (constituency) I abide by the high…
— Kangana Ranaut (@KanganaTeam) March 24, 2024
আরও পড়ুন: Paran Banerjee Exclusive: প্রেমিকার সিঁথিতে লাল আবির দিয়েছিলাম দোলে, তার সঙ্গেই কাটালাম ৫২ বছর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।