এক্সপ্লোর
Advertisement
মেয়েরা ইচ্ছার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা হয়, গুলি করা হয়, জীবন নষ্ট হয়ে যায়, হৃত্বিক প্রসঙ্গে বিস্ফোরক কঙ্গনা
মুম্বই: সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে এক সাক্ষাত্কারে হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর সংঘাত নিয়ে মুখ খোলেন কঙ্গনা রানাউত। সেই সাক্ষাত্কারের কিছু ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর ফের একবার সেই সংঘাত প্রসঙ্গে খোলাখুলি মুখ খুললেন বলি অভিনেত্রী। কঙ্গনার দাবি, এই সম্পর্কে যা ঘটেছিল, সেবিষয়ে তাঁর আরও অনেক কিছু বলা বাকি। হৃত্বিকের সঙ্গে ঝামেলার সময় অনেকেই বলেন, ক্ষমা না চাইলে কঙ্গনাকে জেলের পিছনেও দিন কাটাতে হতে পারে। এমনকি নিজের আশঙ্কা প্রসঙ্গে সদ্য মালায়লাম অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথাও উল্লেখ করতে ভোলেননি কঙ্গনা। ওই অভিনেত্রীকে ধর্ষণ করিয়ে, সেই ভিডিও ভাইরাল পর্যন্ত করে দেওয়া হয়েছে। কারণ মালায়লাম অভিনেত্রী অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর কাছে তার কীর্তিকলাপ সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। তবে আজ কোনও কিছুকেই ভয় পান না কঙ্গনা।
সংঘাতের সময় অভিনেত্রীর ইমেলের পাসওয়ার্ড দিয়ে মেল খুলে হৃত্বিক নিজেই নিজেকে একাধিক বিতর্কিত মেল করেছিল বলে দাবি করেছেন কঙ্গনা। কঙ্গনার দাবি, হৃত্বিক সারা রাত তাঁর মেলে লগ ইন থাকতেন। শেষপর্যন্ত কোনও পথ না পেয়ে, নিজের মেল আইডিটি শাটডাউন করে দেন কঙ্গনা। তবে কয়েকটি বিতর্কিত ইমেলের মধ্যে কঙ্গনা নিউইয়র্ক থেকে নিজেও বেশ কয়েকটি মেল করেছিলেন বলে জানা গিয়েছে।
আর একটি বিষয় কঙ্গনা আজও অনড়, যে তিনি কোনওদিন কোনও অবস্থাতেই হৃত্বিকের কাছে ক্ষমা চাইবেন না। প্রসঙ্গত, সেসময় হৃত্বিক ও তাঁর বাবা রাকেশ রোশন এমন অনেক কিছু দাবি করেছিলেন। সেসব কিছু তাঁরা প্রমাণ করতে পারেননি। কিন্তু এরফলে কঙ্গনার পেশাদার ও ব্যক্তিগত জীবন ধাক্কা খেয়েছিল বলে দাবি করেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, তাঁকে অপমান করে, হৃত্বিক আসলে নিজেকেই বোকা বানিয়েছেন।
আসলে প্রত্যেক মানুষকে কঙ্গনা জানাতে চান সেসময় তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল। এরসঙ্গে তাঁর পর্দায় আসা আসন্ন ছবির কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন কঙ্গনা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement