এক্সপ্লোর
Advertisement
কঙ্গনা-আদিত্য বিতর্ক:আক্রমণাত্মক বোন রঙ্গোলি,দাবি জেলে পাঠানো হোক পাঞ্চোলি-পত্নী জারিনাকে
মুম্বই: দিনকয়েক ধরেই সংবাদ শিরোনামে কঙ্গনা-হৃত্বিক এবং কঙ্গনা-আদিত্য বিতর্ক। আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে কঙ্গনা রানাউতের অভিযোগ ছিল, পরিস্থিতির সুযোগ নিয়ে নাবালিকা অবস্থায় তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান আদিত্য পাঞ্চোলি। তাঁর অমতে কিছু করলেই কঙ্গনার কপালে জুটত বেধড়ক মার। এর পাল্টা আদিত্য বলেন, কঙ্গনাই তাঁর সঙ্গে লিভ ইন করতে এসেছিলেন। প্রথমদিকে জোর জবরদস্তি করে কঙ্গনা তাঁর সঙ্গে দেখা করতেন।সময়ের সঙ্গে সঙ্গে তিনি ছোট পাহাড়ি শহর থেকে আসা সেই মেয়েটির প্রেমে পড়ে যান, দাবি আদিত্যর। আদিত্য আরও বলেন, কঙ্গনার পিছনে তিনি বিভিন্ন সময় নানা কারণে জলের মতো টাকা খরচ করেছেন। বিচ্ছেদের পরও টাকা দিয়ে গেছেন কঙ্গনাকে। তবে তার পাল্টা নাকি আদিত্যর জুটেছে গালিগালাজ, দুর্ব্যবহার।
এরপর কঙ্গনাকে পাগলি আখ্যা দিয়ে, আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন আদিত্য।
এবার কঙ্গনার পাশে দাঁড়িয়ে মুখ খুললেন বোন রঙ্গোলি। যদিও এর আগেও একাধিকবার যাঁরা কঙ্গনার বিরুদ্ধে কথা বলেছেন, তাঁদের কথা শোনাতে ছাড়েননি রঙ্গোলি। সেই তালিকায় রয়েছেন সোনা মহাপাত্র এলং কমল আর খানের নাম। রঙ্গোলির দাবি, স্বামীকে প্রশ্রয় দেওয়া ও অন্যায়কে আড়াল করার জন্যে স্ত্রী জারিনা ওয়াহাবকে জেলে পাঠানো উচিত।
প্রসঙ্গত, সাম্প্রতিক এক সাক্ষাত্কারে কঙ্গনা বলেন, আদিত্যর সঙ্গে সম্পর্কে থাকাকালীন, অভিনেতা কঙ্গনাকে একাধিকবার মারধর করেছেন। সেই সময় জারিনার কাছে সাহায্য চেয়েও পাননি কঙ্গনা। এরপরই জারিনা পাল্টা দাবি করেন, কঙ্গনা কোনওদিনই তাঁর কাছে সাহায্য চাইতে আসেননি, এবং তিনি কেনই বা কঙ্গনাকে মেয়ের মতো ভাববেন, যখন তিনি জানতেন তাঁর স্বামীর সঙ্গে ডেট করছেন কঙ্গনা। তারপর জারিনা প্রশ্ন করেন কঙ্গনাকে, যখন তিনি জানতেন আদিত্য এতটাই খারাপ মানুষ, তাহলে তিনি সাড়ে চার বছর কেন তাঁর সঙ্গে থাকলেন?
এরপরই ফুঁসে ওঠেন বোন রঙ্গোলি। একাধিক টুইট করে জারিনার কাছে জবাবদিহি চেয়ে পাঠান। এই সেই টুইটগুলো
Sana Pancholi is born in 1985 Kangana Ranaut is brn in 1987 do u hv shame u r a prt of dis exploitation of a grl youngr dan ur own daughter?
— Rangoli Chandel (@Rangoli_A) September 10, 2017
she has pleaded you many times to help bt instead u gave her diamonds and got her dresses frm Bangkok took her to meet Sanjay Leela Bhansali — Rangoli Chandel (@Rangoli_A) September 10, 2017
U bth sud b behnd d bars, I wan 2 knw if U knw ur husbnd s exploitin dis minr, y wl u giv hr gifts n lure hr by takin hr 2 bg directrs home?
— Rangoli Chandel (@Rangoli_A) September 10, 2017
.....and you sent regular fish biryani to her house and pleaded her not to go to cops. Why Zarina ji pls answer ??? — Rangoli Chandel (@Rangoli_A) September 10, 2017
এরপরই রঙ্গোলি বলেন, মিথ্যে বলা এবং একজনকে ব্যবহার করার জন্যে জারিনা ও আদিত্যর জেলের পিছনে থাকা উচিত। এমনকি জারিনার কথায় কঙ্গনা-আদিত্য সাড়ে চার বছর সম্পর্কে ছিলেন। সেকথা টেনে রঙ্গোলির দাবি, ২০০৫ সালে আদিত্য-কঙ্গনার দেখা, ২০০৭ সালে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের। তাহলে সম্পর্কটার বয়স কীভাবে সাড়ে চার বছর হয়?Shame on you it's because of women like you, evil creeps like Pancholi exist in this society. @TeamMissMalini @pinkvilla @bollywood_life
— Rangoli Chandel (@Rangoli_A) September 10, 2017
If Kangana mt Pancholi in2005 n lodgd FIRagnst Pncholi in Versva Plice Station in2007 hw cn dey date fr4yrs Zarina g https://t.co/Ytkl9FDkh3 — Rangoli Chandel (@Rangoli_A) September 10, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement