Accident News: রাতের অন্ধকারে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একাধিক মানুষকে ধাক্কা, অভিযুক্ত জনপ্রিয় অভিনেত্রী!
Actress: ৭ অক্টোবর এই ঘটনার জন্য একটি FIR দায়ের করা হয়। কিরণ জি নামে এই ব্যক্তি থানায় এই ঘটনার FIR দায়ের করেন।

কলকাতা: মধ্যরাতে বেঙ্গালুরুর রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ৩ ব্যক্তি। এই ঘটনা ঘটার কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরে এই ঘটনার কিনারা হল। জানা গিয়েছে, যে গাড়িটি মধ্যরাতে পথচারীদের ধাক্কা মেরে মেরে পালিয়ে যায়, সেই গাড়িটি চালাচ্ছিলেন কন্নড় অভিনেত্রী দিব্যা সুরেশ (Divya Suresh)। এই অভিনত্রী যথেষ্ট জনপ্রিয়, অংশগ্রহণ করেছিলেন 'বিগ বস'-এও। গত ৪ অক্টোবর, রাত ১.৩০টার সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এরপরে, ৭ অক্টোবর এই ঘটনার জন্য একটি FIR দায়ের করা হয়। কিরণ জি নামে এই ব্যক্তি থানায় এই ঘটনার FIR দায়ের করেন। ওই ব্যক্তিকেও এই গাড়িটি ধাক্কা মারে ও তিনি গুরুতর আহত হন। একটি ২ চাকার গাড়ি চালাচ্ছিলেন কিরণ, সেই সময়েই পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে গাড়িটি।
কিরণের অভিযোগ, তিনি তাঁর দুই বোনকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই বেপরোয়া গতিতে এসে তাঁদের বাইককে ধাক্কা মারে ওই গাড়িটি। ৩ জনেই পড়ে যান ও তাঁদের আঘাত লাগে। কিরণের এক বোনের পা ভেঙে যায় ও তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে তাঁকে। এই অভিযোগ দায়েরের পরে তদন্ত শুরু করে পুলিশ। এরপরে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, দুর্ঘটনার সময় ওই গাড়িটি চালাচ্ছিলেন কন্নড় অভিনেত্রী দিব্যা সুরেশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, যে গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছিল, সেই গাড়িটিতে সিজ করা হয়েছে। বাকি ঘটনার তদন্ত করছে পুলিশ।
কিরণের অভিযোগ, এই ঘটনা ঘটার পরে, ৩ দিন তাঁরা কোনও পদক্ষেপ করতে পারেননি। একে তো নিজের আহত হয়েছিলেন, তার ওপরে ব্যস্ত হয়ে পড়েছিলেন বোনের চিকিৎসা নিয়ে। কিরণের বোনের পায়ে এতটাই গুরুতরভাবে আঘাত লেগেছে যে চিকিৎসক জানিয়েছেন অস্ত্রোপচার ছাড়া আর গতি নেই। সেই কারণেই ব্যস্ত হয়ে পড়েছিলেন কিরণরা। কিন্তু কিরণ হতাশ যে, ৩ দিন পেরিয়ে যাওয়ার পরেও স্বতঃপ্রণোদিত হয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। ৩ জন সাধারণ মানুষকে রাতের অন্ধকারে একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে, আর পুলিশ এই নিয়ে কোনও পদক্ষেপ নেওয়ার প্রযোজনই মনে করছে না। ৩ দিন পেরিয়ে যাওয়ার পরে, বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন কিরণ। এরপরেই শুরু হয় তদন্ত। এখনও পর্যন্ত অভিযুক্ত অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






















