Kapil Sharma: 'ক্যাফেতে গুলি চলার ঘটনা মন ভেঙে দিয়েছে', এবার মুখ খুললেন কপিল শর্মা
Kapil Sharma on Cafe Firing: এই ঘটনা নিয়ে মুখ খুলেছে কপিল শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গোটা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি

কলকাতা: সম্প্রতি কানাডায় একটি ক্যাফে খুলেছেন জনপ্রিয় কমেডিয়ান আর অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma)। ক্যাফেটির নাম কাপ'স ক্যাফে (KAP'S CAFE)। কিন্তু সেই ক্যাফে খোলার মাত্র কয়েকদিনের মধ্যেই বিপত্তি। বুধবার রাতে কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি। NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই হরজিৎ সিংহ লাড্ডি। আর এবার এই বিষয়ে মুখ খুলেছেন কপিল শর্মা।
হামলা নিয়ে কী বলছেন কপিল শর্মা?
এই ঘটনা নিয়ে মুখ খুলেছে কপিল শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গোটা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, 'মন থেকে লেখা এই বার্তা.. আমরা কাপ'স ক্যাফে এই আশা নিয়ে খুলেছিলাম যে এখানে সুস্বাদু কফি নিয়ে আড্ডার আসর জমবে, বন্ধুত্বপূর্ণ আলোচনা হবে, কফিকে কেন্দ্র করে সবাই এক জায়গায় হবে। কিন্তু এই ধরনের হিংসার ঘটনা সত্যিই হৃদয়বিদারক। আমরা এই আঘাত থেকে সেরে উঠছি, কিন্তু আমরা হার মানছি না।'
বিবৃতিতে কপিল শর্মা আরও বলেছেন, 'আপনাদের সবার সমর্থন, ভাল ব্যবহার, প্রার্থনা আর আপনারা যে মুহূর্তগুলো ক্যাফেতে কাটিয়েছেন, সেগুলো শেয়ার করাটা আমাদের কাছে আশীর্বাদের চেয়েও অনেক বড়। আপনাদের ওপর আমাদের বিশ্বাস রয়েছে বলেই আমরা এই ক্যাফে তৈরি করেছি। আমরা হিংসার দৃঢ়ভাবে বিরুদ্ধাচারণ করছি আর এটা নিশ্চিত করছি যে এই ক্যাফে বন্ধুত্বপূর্ণ একটা জায়গাই হয়ে থাকবে। এখানকার উষ্ণতা বজায় থাকবে। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আরও ভাল একটা পৃথিবীতে।


কয়েকদিন আগেই কানাডায় Kap’s Cafe খুলেছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। বুধবার রাতে সেখানেই হামলা চলেছে। ব্রিটিশ কলম্বিয়ার সারে- তে রয়েছে এই ক্যাফে। সেই বিল্ডিংয়েই অজ্ঞাতপরিচয় আততায়ীরা গুলি চালায়। পরে খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি এই ঘটনায় দায় স্বীকার করেছে। এনআইএ- র তালিকায় থাকা এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নিষিদ্ধ হয়ে যাওয়া সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত ছিল। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আততায়ীরা গাড়িতে চড়ে এসেছিল। গুলি চালানোর পর দ্রুত ওই গাড়িতে চড়েই পালিয়ে যায় তারা। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
View this post on Instagram






















