এক্সপ্লোর
Advertisement
স্বজনপোষণ:বিতর্ক উস্কে ফের মুখ খুললেন কর্ণ, বললেন তিনি, সোনাক্ষী, অক্ষয় খন্না এই ট্র্যাডিশনের সবচেয়ে বড় প্রতিনিধি
মুম্বই: বলিউডে স্বজনপোষণের ধারক-বাহক বলে কর্ণ জোহরকে একবার একটি টক শোয়ে প্রকাশ্যেই আক্রমণ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তারপর বিভিন্ন মহলে এই নিয়ে শুরু হয় না না বিতর্ক। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রাতে কর্ণ, বরুণ ধওয়ান এবং সেফ আলি খান কঙ্গনাকে স্বজনপোষণের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন। তারপর নেটিজেনদের তোপের মুখে পড়তে হয় এই তিন ব্যক্তিকে। তখন তাঁরা এই কথা বলার জন্যে ক্ষমা চেয়ে নিলেও, ফের স্বজনপোষণ বিতর্কে মুখ খুললেন কর্ণ। নিজেকে, সোনাক্ষী সিংহকে এবং অক্ষয় খন্নাকে স্বজনপোষণের সবচেয়ে বড় প্রতিনিধি হিসেবে দাবি করেছেন এই পরিলাচক-প্রযোজক।
আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইত্তেফাক’-এর প্রচারে গিয়ে এই বিষয় নিয়ে ফের মুখ খোলেন কর্ণ। তিনি বলেন শাহরুখ খান ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন নিজের প্রতিভার ওপর নির্ভর করে। স্বজনপোষণের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। অথচ তিনি এই বিষয়টার ধারক-বাহক, কিন্তু তাঁরা একসঙ্গেই পাশাপাশি থেকে কাজ করে গেলেন। তারপরই কর্ণ বলেন, বর্তমানে ইন্ডাস্ট্রিতে দুজনই আছেন যাঁরা নিজের যোগ্যতায় পরিচিতি পেয়েছেন। শাহরুখ এবং সিদ্ধার্থ মালহোত্রা। এছাড়া সোনাক্ষা সিংহ, যিনি কিংবদন্তী অভিনেতা শত্রুঘ্ন সিংহর মেয়ে, অক্ষয় খন্না, বিনোদ খন্নার ছেলে, অভয় চোপড়া-কপিল চোপড়া প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রবি চোপড়ার ছেলে, প্রত্যেকেই স্বজনপোষণের প্রতিনিধি। এরপর পরিচালক-প্রযোজক বলেন, যাঁদের নাম নিলাম তাঁরা বংশপরম্পরায় এই প্রফেশনে আসলেও, নিজেদের প্রতিভার জোড়েই এখানে টিকে আছেন। তাঁরা একসঙ্গে কাজ করলে, বক্স-অফিস একটি ব্লকবাস্টার ছবিই উপহার পাবে, মত কর্ণের।
প্রসঙ্গত, ‘ইত্তেফাক’ ছবিতে অভিনয় করেছেন সোনাক্ষী, সিদ্ধার্থ, অক্ষয়। প্রযোজনা করেছেন শাহরুখ-কর্ণ, পরিচালনা করেছেন অভয় চোপড়া।
এই বির্তকিত বিষয় নিয়ে শাহরুখকে ছবির প্রচারে প্রশ্ন করা হলে তিনি বলেন, নেপোটিজম কী, তিনি সেটাই জানেন না। তাঁর মনে হয়েছে কেউ বোধহয় নেপোলিয়ান প্রসঙ্গে কথা বলছেন। যদিও তাঁর ইংরেজির ভোকাবুলারি খুবই ভাল, কিন্তু স্বজনপোষণ বিষয়টাই তাঁর মাথায় ঢোকেনি। যেটা তিনি বোঝেনই না, সেই বিষয় নিয়ে তিনি কীভাবে মন্তব্য করবেন। আপাতত এই ‘ইত্তেফাক’ ছবিটি পর্দায় মুক্তি পাবে নভেম্বরের ৩ তারিখ। এটা ১৯৬৯ সালের ‘ইত্তেফাক’-এর রিমেক। সেসময় ছবিটি প্রযোজনা করেছিলেন বি.আর চোপড়া, পরিচালনা করেছিলেন যশ চোপড়া, অভিনয় করেছিলেন রাজেশ খন্না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement