Rocky Aur Rani Ki Prem Kahaani: কবে মুক্তি পাচ্ছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র টিজার-ট্রেলার?
Rocky Aur Rani Ki Prem Kahaani: আগামী মাসেই মুক্তি পেতে চলেছে আলিয়া ভট্ট ও রণবীর সিংহ জুটির দ্বিতীয় ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।
কলকাতা: প্রায় ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। ছবির নাম 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। আলিয়া ভট্ট ও রণবীর সিংহর পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। ঘোষণা হওয়ার পর থেকেই এই ছবি নিয়ে চড়ছিল উন্মাদনার পারদ। আর এবার প্রকাশ্য়ে এল ছবির টিজার ও ট্রেলার মুক্তির তারিখ। বলিউড সূত্রে খবর, আগামী ২০জুন মুক্তি পেতে চলেছে ছবির টিজার। পাশাপাশি ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী সপ্তাহে।
এই ছবিতে দুটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বাংলার অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। জামাইষষ্ঠীর দিন প্রকাশ্য়ে এসেছিল এই ছবির একাধিক পোস্টার।
আরও পড়ুন...
উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?
ছবির পোস্টারে দুই পরিবারের ছবি দেখা যাচ্ছিল। এই দুই পরিবারকে নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। রণধাওয়া পরিবার এবং চট্টোপাধ্যায় পরিবার। রণধাওয়া পরিবারের ছেলে হিসেবে দেখা যাচ্ছিল রণবীরকে। তাঁর পরিবারে রয়েছেন ধর্মেন্দ্র ও জয়া বচ্চন। অন্য়দিকে, বাঙালি চট্টোপাধ্যায় পরিবার আলিয়ার। এই প্রথম সম্ভবত কোনও বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তাঁর দুই পাশে দেখা মিলেছিল টোটা ও চূর্ণীর।
শ্যুটিং শেষের দিন সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করে কে জো দীর্ঘ ক্যাপশনে লিখেছিলন, '৭ বছর হয়ে গেল আমার শেষ ছবি পরিচালনার... আমি একটা ছবির সফর শুরু করি যার কাজ আমাকে মাঝপথে বন্ধ করে দিতে হয় একাধিক কারণের জন্য এবং তারপর বাস্তব জীবনের সূত্র ধরেই আমার কাছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জীবাণুটা আসে (এমন একটা জিনিস যা বাবা আমাকে একবার বলেছিলেন) এবং তারপর আমার সমস্ত সৈনিক আমাকে সাহায্য করে ঠিক আমি আমার সপ্তম কাজটা যেমনটা করতে চেয়েছিলাম তেমন করে তৈরি করতে। শ্রেষ্ঠ টিমের আশীর্বাদ ছিল। ভালবাসায় পরিপূর্ণ এমন একটা টিম যাদের বিদায় জানানো একেবারেই সহজ নয়। কোর টিমের প্রত্যেককে ধন্যবাদ যাঁরা আমার সঙ্গে সমস্ত কঠিন, ভাল পরিস্থিতিতে, কোভিডে এবং খারাপ আবহাওয়ায় থেকেছ... (তোমরা জানো তোমরা কারা এবং তোমাদের আমি ভালবাসি)। বর্ষীয়াণ থেকে বন্ধু, নবাগত থেকে কিংবদন্তি, আমার দুর্দান্ত কাস্ট... অবশেষে গতরানে আমরা র্যাপ করেছি!!! আমাদের ভালবাসা, মজা, আনন্দ, পরিবারের এই ফসল আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার তর সইছে না। ২৮ জুলাই ২০২৩... দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে!!'