Karan Johar on Salman Khan: মাঝখানে ২৫ বছর.. প্রথম ছবির স্মৃতি ফেরালেন, সলমনের জন্মদিনে রইল কর্ণের বিশেষ ঘোষণা
Karan Johar on Salman Khan Birthday: সোশ্য়াল মিডিয়ায় কর্ণ শেয়ার করে নিলেন, সলমন খানের 'আমন' হয়ে ওঠার গল্প।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে লেখা একটা ঘটনা... এক পরিচালকের প্রথম ছবির গল্প। কর্ণ জোহরের (Karan Johar) প্রথম ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' (Kuch Kuch Hota Hai)-এর গল্প। তবে আজই কেন? কারণ আজ সলমন খনের (Salman Khan) জন্মদিন। সোশ্য়াল মিডিয়ায় তাই কর্ণ শেয়ার করে নিলেন, সলমন খানের 'আমন' হয়ে ওঠার গল্প।
সলমনের জন্মদিনে কর্ণ শেয়ার করে নিয়েছেন, 'কুছ কুছ হোতা হ্যায়'-তে সলমনের একটি ছবি। সেই সঙ্গে কর্ণ লিখছেন, '২৫ বছর আগে একটা পার্টির এক কোনে আমি দাঁড়িয়েছিলাম। প্রায় উদভ্রান্তের মতোই। একজন খুব বড় তারকা হঠাৎ এসে আমায় প্রশ্ন করলেন, এত বিভ্রান্ত কেন আমি। উত্তর দিলাম... আমার প্রথম ছবির একটা চরিত্রের জন্য একজন অভিনেতাকে চাই। কিন্তু সবাই কেবল সেই চরিত্রটাকে বাতিলই করে দিচ্ছে। সেই তারকার বোন ছিলেন আমার খুব কাছের বন্ধু। ও আমায় আশ্বাস দিল... এই চরিত্রটা নিয়ে দাদার সঙ্গে ও নাকি কথা বলবে। পরেরদিন আমায় দেখা করতে বলল ওর দাদা অর্থাৎ ওই তারকার সঙ্গে।
কথামতো পরেরদিন গিয়ে আমি হাজির হলাম। কখনও স্বপ্নেও ভাবতে পারিনি, সেই তারকাকে নিজের চিত্রনাট্য শোনানোর সুযোগ পাব। কেবলই মনে হচ্ছিল.. একটা অলৌকিক কিছু হয়ে যাক। ওঁকে এমনভাবে চিত্রনাট্যটা শোনালাম.. যেন গোটা ছবিটা ওর ওপরেই নির্ভর করে আছে। ইন্টারভ্যালের আগে পর্যন্ত গল্পটা শোনালাম ওকে। বিরতি নিতে ও আমার দিকে তাকাল। ইন্টারভ্যাল হয়ে গিয়েছে অথচ ওঁর চরিত্র তখনও আসেইনি। ও আমার দিকে তাকাতে মনে হল.. আমি যে সাহারা মরুভূমিতে দাঁড়িয়ে রয়েছি। একটু জল চাই আমার। তারকা উঠে গেলেন এবং আমায় এক গ্লাস জল এনে দিয়ে বললেন 'ছবিটা আমি করছি'। প্রচন্ড অবাক হয়ে বললাম... কিন্তু তোমার চরিত্র তো ছবির দ্বিতীয় ভাগে! ও বলল... 'তোমার বাবাকে আমি ভালবাসি.. আমি যদি এই ছবিটা না করি.. আমার বোন আমায় মেরে ফেলবে।'
এভাবেই আমার প্রথম ছবির আমন হয়েছিলেন সলমন খান। আমার বাবা আর আলভিরাকে সলমনের সঙ্গে তাঁদের ভাল সম্পর্কের জন্য চিরকাল ধন্যবাদ জানিয়েছি আমি। আমার ডেবিউ ছবির জন্য সলমন ছিল এক্কেবারে সঠিক আমন। এখন মনে হয়.. এ যেন গতকালেরই ঘটনা। তোমায় সবসময়ের জন্য শুভেচ্ছা, ভালবাসা, সম্মান। ২৫ বছর পরে আবার একটা গল্প বলার সুযোগ এসেছে আমাদের একসঙ্গে। এর চেয়ে বেশি আর কিছু বলব না। আবারও, শুভ জন্মদিন।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।