SOTY 3: ওয়েব সিরিজে আসছে কর্ণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩', মুখ্য ভূমিকায় শানায়া, খবর সূত্রের
Karan Johar: শোনা যাচ্ছে ছবির তৃতীয় ভাগ আনছেন পরিচালক। তবে এবার প্রেক্ষাগৃহে নয়, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩' নাকি মুক্তি পাবে সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে।
নয়াদিল্লি: 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ফ্র্যাঞ্চাইজির (Student Of The Year Franchise) অনুরাগীদের জন্য সুখবর। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই সিরিজের তৃতীয় ভাগ নিয়ে হাজির হতে চলেছেন কর্ণ জোহর (Karan Johar)। প্রত্যেকবারের মতোই এবারও তিনি লঞ্চ করবেন 'ফ্রেশ ফেস' (fresh face)? কাকে দেখা যাবে ছবিতে? কবে মুক্তি? রইল সমস্ত তথ্য।
কর্ণ জোহর আনছেন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩'
২০১২ সালে মুক্তি পায় কর্ণ জোহর পরিচালিত 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। একসঙ্গে তিন নতুন মুখ লঞ্চ করেন পরিচালক। আলিয়া ভট্ট (Alia Bhatt), সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও বরুণ ধবন (Varun Dhawan)। এর ঠিক ৭ বছর পর, ২০১৯ সালে মুক্তি পায় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২'। পুনীত মলহোত্র পরিচালিত, কর্ণ জোহর প্রযোজিত এই ছবির হাত ধরে বলিউডে পা রাখেন অনন্যা পাণ্ডে (Ananya Panday) ও তারা সুতারিয়া (Tara Sutaria)।
এবার শোনা যাচ্ছে ছবির তৃতীয় ভাগ আনছেন পরিচালক। তবে এবার প্রেক্ষাগৃহে নয়, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩' নাকি মুক্তি পাবে সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে। সূত্রের খবর, ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি। এখানেই শেষ নয়, কর্ণ জোহরের এই ছবির হাত ধরে ওটিটিতে পা রাখতে চলেছেন শানায়া কপূর।
এবার শোনা যাচ্ছে কর্ণ জোহর 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩' দিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন। সূত্রের খবর সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় কপূরের কন্যা। এটিই তাহলে তাঁর প্রথম ওটিটিতে কাজ হবে। শোনা যাচ্ছে সিনেমার ফ্র্যাঞ্চাইজিকে ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে হাত মিলিয়ে ওয়েব সিরিজে পরিণত করবেন তিনি।
প্রসঙ্গত, মোহনলালের 'ভ্রুসভা'র হাত ধরে অভিনয় জগতে শীঘ্রই পা রাখতে চলেছেন শানায়া। অভিনেত্রীর বাবা-মা সঞ্জয় ও মহীপ কপূরের ঘনিষ্ঠ বন্ধু কর্ণ জোহর, শানায়ার প্রথম ছবির কথা পোস্ট করে তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। অন্যদিকে, কর্ণ জোহর আপাতত ব্যস্ত তাঁর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' নিয়ে। ৭ বছরের বিরতির পর ফের পরিচালকের আসনে বসতে চলেছেন কর্ণ। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রণবীর সিংহ, আলিয়া ভট্ট অভিনীত এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন