Kareena Kapoor: 'জব উই মেট' নিয়ে কথা বলে বলে ক্লান্ত, আমার অন্য কাজগুলোও দেখুন: করিনা
Jab We Met: বেবো বলেন, 'অনেকসময় পর্দার কিছু চরিত্র এমন হয়, যা মানুষের মনের গভীরে থেকে যায়। গীত তেমনই একটা চরিত্র।'
কলকাতা: এই ছবি, চরিত্র যেন সবার মন ছুঁয়ে গিয়েছিল। আর তাই, ১৬ বছর পরেও যেন মনে হয়, এই ছবি ভীষণভাবে প্রাসঙ্গিক। এখনও যেন মনখারাপে যাদু পালক বুলিয়ে যায় এই ছবি, মন ভাল করে দেয়। যেন বুঝিয়ে দিয়ে যায়... শেষমেষ সব ঠিক হয়ে যায়। 'জব উই মেট' (Jab We Met)। শাহিদ কপূর (Shahid Kapoor) ও করিনা কপূর (Kareena kapoor) অভিনীত এই ছবি যেন এখনও ফিরে আসে বিভিন্ন সাক্ষাৎকারের প্রশ্নে। তবে এই ছবি নিয়ে একঘেয়ে কথা বলতে বলতে নাকি ক্লান্ত খোদ পর্দার গীত? সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এল সেই কথাই।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে করিনা বলেছেন, 'আমি জানি, কোনও চরিত্র আইকনিক হয়ে গেলে, বারংবার সেই সমস্ত চরিত্রর কথাই উঠে আসে। সেগুলির সঙ্গেই তুলনা করা হয়। আমার জীবনে 'জব উই মেট'-এর গীত আর 'কভি খুশি কভি গম' (Kabhi Khushi Kabhi Gam)-এর 'পুহ'-এই দুটি চরিত্রই সেরকম। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, কেরিয়ারে এর থেকে অনেক শক্তিশালী অভিনয় করেছি আমি। সেগুলো নিয়ে তেমন আলোচনা হয় না।'
করিনা আরও বলেন, 'আমি চামেলী (Chameli), ওমকারা (Omkara), হিরোইন (Heroin), সাসপেক্ট এক্স (Suspect X), ডিভোসন (Devotion)-এর মতো ছবিতেও অভিনয় করেছি। অথচ সেইসমস্ত ছবি নিয়ে তেমন আলোচনা হয় না। এই সমস্ত ছবিতে আমায় একেবারে ভিন্ন লুকে দেখতে পেয়েছেন দর্শক। আমি জানি, অভিনেতা অভিনেত্রীদের জীবন এমনই হয়। সেরাটা বেছে নেন দর্শকেরা। নিজেরা নন। কিন্তু আমার মনে হয়, 'জব উই মেট' তো বাড়ির রান্না। ওটা আরামদায়ক একটা ছবি। যখনই দেখবেন, নতুন লাগবে আপনার। কিন্তু আমায় বিচার করার জন্য অন্যান্য ছবিগুলোও দেখা উচিত।'
বেবো আরও বলেন, 'অনেকসময় পর্দার কিছু চরিত্র এমন হয়, যা মানুষের মনের গভীরে থেকে যায়। গীত তেমনই একটা চরিত্র।'
View this post on Instagram
আরও পড়ুন: Skin Care with Ice Water: গরমের দিনে বরফ মেশানো জল দিয়ে মুখ ধুলে কী কী উপকার পাবেন?