Kareena saif baby name confirmed : জানেন তৈমুরের ভাইয়ের নাম কি রাখলেন সইফ এবং করিনা ?
নামে কিছু আসে যায় কি যায় না, হাড়ে-হাড়ে টের পেয়েছিলেন নবাব পরিবারের সদস্যরা। তাই দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার প্রায় পাঁচ মাস পর জানা গেল, কী তার নাম।
মুম্বই : সইফ আলি খান এবং করিনা কাপুর খানের প্রথম সন্তানের নাম নিয়ে যে পরিমাণ হইচই সোশ্যাল মিডিয়ায় হয়েছে, এমনটা আগে বা পড়ে কারওর ক্ষেত্রেই সম্ভবত দেখা যায়নি। নামে কিছু আসে যায় কি যায় না, হাড়ে-হাড়ে টের পেয়েছিলেন নবাব পরিবারের সদস্যরা। তাই দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার প্রায় পাঁচ মাস পর জানা গেল, কী তার নাম। গত ২১ ফেব্রুয়ারি ২০২১, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দেন করিনা কাপুর খান। সেই থেকে নবাব পরিবারের ছোট্ট সদস্যের নাম এবং তার ছবি কেউই দেখেনি বা জানতে পারেনি। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় একেবারে নতুন এবং আনকোরা রণধীর কাপুর। তিনি হয়ত ভুল করেই কয়েকদিন আগে এক ছোট্ট শিশুর ছবি পোস্ট করে বসেন সোশ্যাল মিডিয়ায়। নেটাগরিকরা ধরেই নেন, ওই ছোট্ট শিশুই রণধীর কাপুরের নাতি। পরে অবশ্য রণধীর কাপুর সোশ্যাল মিডিয়া থেকে ওই ছবিটি ডিলিট করে দেন। কিন্তু, ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ছোট্ট শিশুর ছবি।
এবার অবশ্য কোনও অসতর্কতায় বা ভুল করে নয়। রণধীর কাপুর সংবাদ সংস্থাকে জানালেন সইফ এবং করিনার দ্বিতীয় সন্তানের নাম কী। বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর জানিয়েছেন তাঁর ছোট্ট নাতির নাম সইফ এবং করিনা রেখেছেন 'জে' (Jeh)। সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, সইফ আলি খান এবং করিনা কাপুর খান তাঁদের দ্বিতীয় সন্তানের নাম চূড়ান্ত করেন মাত্র সপ্তাহ খানেক আগে। প্রসঙ্গত, ২০১২ সালের অক্টোবরে বিয়ে হয় সইফ এবং করিনার। তাঁদের প্রথম সন্তানের জন্ম হয় ২০১৬-এর ২০ ডিসেম্বর। কিন্তু নিজেদের সন্তানের নাম যখন তাঁরা জানান, তৈমুর আলি খান, তখন সোশ্যাল মিডিয়ার মারাত্মক ট্রোলের শিকার হন সইফিনা জুটি।
সইফ এবং করিনার পক্ষ থেকে যদিও জবাব দেওয়া হয়, তাঁরা তৈমুর নাম এই জন্য রেখেছেন কারণ, তৈমুর শব্দের নাম লোহা। কিন্তু, নেট নাগরিকদের পক্ষ থেকে ট্রোল করা বন্ধ হয়নি। এবার তাই অনেক ভেবে চিন্তে দ্বিতীয় সন্তানের নাম দিয়েছেন সইফিনা। প্রসঙ্গত, করিনা কাপুর সদ্য আংরেজি মিডিয়াম ছবিতে অভিনয় করেছেন। তাঁকে আমির খানের বিপরীতে লাল সিং চাড্ডা ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও করিনা কাপুরকে দেখা যাবে করণ জোহরের তখত ছবিতেও। আর সইফ আলি খানের হাতেও রয়েছে বান্টি অউর বাবলি ২, আদি পুরুষ এবং ভূত পুলিশের মতো ছবি।