এক্সপ্লোর
‘আমি তো তোমাকে চিনি না’, করিনার দাবি, তিনি ২ বার প্রত্যাখ্যান করেন সেফের বিয়ের প্রস্তাব
সেফ কিন্তু পেশাগত দিকে করিনার মত সফল নন, ইদানীং তাঁর পরপর ছবি ফ্লপ করছে। এ নিয়ে কোনও পেশাদারি ঈর্ষা আছে? সেফ বলেছেন, এ ধরনের হিংসে টিংসের প্রশ্নই নেই।

মুম্বই: সেফ আলি খান তাঁকে দু’বার বিয়ের প্রস্তাব দেন। কিন্তু দোলাচলে ছিলেন তিনি। পরে অবশ্য রাজি হন। আর এখন বলেন, ওটাই তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন করিনা কপূর। করিনা বলেছেন, টাশান ছবির শ্যুটিংয়ের সময় সেফ তাঁকে বিয়ের প্রস্তাব দেন। প্রথমবার গ্রিসে, তারপর লাদাখে। সেফ বলেন, আমার মনে হয়, আমাদের বিয়ে করে ফেলা উচিত। কিন্তু করিনা বিশেষ উচ্চবাচ্য করেননি, বলেন, তোমাকে তো আমি তেমন চিনি না। ঠিক যে আপত্তি ছিল তা নয় কিন্তু রাজি হয়ে গেলে সেই সিদ্ধান্ত কতটা সঠিক হবে তা নিয়ে নিশ্চিত ছিলেন না তিনি। কিন্তু এখন করিনা বলছেন, সেফকে বিয়ে করতে রাজি হওয়া তাঁর জীবনে নেওয়া সবথেকে সঠিক সিদ্ধান্ত। প্রথমেই ঠিক করে রেখেছিলেন, তাঁর পেশাদার জীবন আর ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা থাকবে। বিয়ের আগেই সেফকে বলে দেন, আমি কিন্তু কাজ করা বন্ধ করব না। জবাবে সেফ বলেন, তুমি অবশ্যই কাজ চালিয়ে যাবে। সেফ কিন্তু পেশাগত দিকে করিনার মত সফল নন, ইদানীং তাঁর পরপর ছবি ফ্লপ করছে। এ নিয়ে কোনও পেশাদারি ঈর্ষা আছে? সেফ বলেছেন, এ ধরনের হিংসে টিংসের প্রশ্নই নেই। আমরা জানি, পরিস্থিতি বদলায়, কখনও সময় ভাল যায়, কখনও খারাপ। কিছুদিন কেউ হয়তো বেশি সাফল্য পেল, আবার কিছুদিন দু’জনেরই দারুণ সময় চলল। জীবনকে ওভাবে কখনও দেখি না। আমার জীবনের সাফল্য বক্স অফিসের ওপর নির্ভর করে না। আমি বাড়িতে যা করি, তার ওপর নির্ধারিত হয় সাফল্য, ব্যর্থতা। করিনা এখন রেডিও শো করছেন, তাতে সেফ এসেছেন অতিথি হয়ে। নিজের স্বামীর সঙ্গে ক্যামেরার সামনে কথা বলার অভিজ্ঞতা কেমন? করিনা বলেন, আধুনিক বিয়ে নিয়ে সেফের সঙ্গে কথা বলতে প্রথমদিকটা তাঁর অস্বস্তি হচ্ছিল। কিন্তু পরে তাঁদের দারুণ কথাবার্তা হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















