এক্সপ্লোর
Taimur: বিরাট-অনুষ্কার সন্তান হলে রেহাই পাবে তৈমুর! কেন বললেন শর্মিলা?
প্রচারের আলো সবসময়ই রয়েছে তৈমুরের ওপর। এ নিয়ে সোস্য়াল মিডিয়ায় কখনও কখনও নেতিবাচক মন্তব্য, প্রতিক্রিয়াও হয়। সইফ আলি খান, করিনা কপূরের ছেলেকে নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। কিন্তু তৈমুরকে নিয়ে এহেন মাতামাতিতে কিছুটা চিন্তিত ঠাকুমা শর্মিলা ঠাকুর।

মুম্বই: তৈমুর আলি খান। বলা যায়, সাম্প্রতিক সময়ের স্টারকিডদের মধ্য়ে বিপুল জনপ্রিয় সে। প্রচারের আলো সবসময়ই রয়েছে তার ওপর। এ নিয়ে সোস্য়াল মিডিয়ায় কখনও কখনও নেতিবাচক মন্তব্য, প্রতিক্রিয়াও ছড়িয়ে পড়ে। সইফ আলি খান, করিনা কপূরের ছেলেকে নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। কিন্তু তৈমুরকে নিয়ে এহেন মাতামাতিতে কিছুটা চিন্তিত ঠাকুমা শর্মিলা ঠাকুর। পুত্রবধূ করিনার একটি রেডিও টক শো-তে বলা কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। সেই শোয়ের একটি পুরানো ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বেবো তৈমুরকে নিয়ে মিডিয়ার তুমুল আগ্রহের ব্য়াপারে শর্মিলাকে প্রশ্ন করলে তিনি বলেছেন, সোস্য়াল মিডিয়া একটা উদ্বেগের কারণ। তোমার বাচ্চা নানা ধরনের প্রভাবের ঘাত-প্রতিঘাতে বড় হবে। সেগুলি নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি। পরে যখন ও যথেষ্ট বড় হয়ে উঠে নিজে সোস্যাল মিডিয়ায় ঢুকবে, এত কিছু তথ্যের বিস্ফোরণ ঘটবে ওর সামনে। আমার মনে হয়, মিডিয়া তোমায় ফুলিয়ে-ফাঁপিয়ে তুলে দিয়ে পরে আচমকা ছুঁড়ে ফেলে দেয়! শর্মিলার বক্তব্য়, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সন্তান হলে, তৈমুর কিছুটা রেহাই পাবে। করিনার টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা বলেছিলেন, “আগামী দিনে বিরাট এবং অনুষ্কার সন্তান হবে, তৈমুর হয়তো তখন এই পাপারাৎজিদের ক্যামেরার হাত থেকে নিস্তার পাবে।” করিনাও শাশুড়ির কথায় সম্মতি প্রকাশ করেন। করিনা বলেন, তিনি নিজেও এমনটাই আশা করেন।
প্রসঙ্গত, গত আগস্টে বিরুষ্কা জানান, আগামী জানুয়ারিতে পৃথিবীর আলো দেখতে চলেছে তাঁদের প্রথম সন্তান। সোশাল মিডিয়ায় নিজেরাই এই খবর জানান বিরাট-অনুষ্কা। এরপরই খুশির খবর শোনান সইফ-করিনা। জানান, দ্বিতীয়বার বাবা, মা হতে চলেছেন তাঁরাও। বিবৃতি জারি করে তারকা দম্পতি জানান, ‘’ অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবারে নতুন এক সদস্য আসতে চলেছে।‘’ বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















