Karishma Kapoor: জীবন চলার কথা ছিল অন্য খাতে, বলিউডের এই খ্যাতনামা পরিবারের বধূ হতে পারতেন করিশ্মা!
Karishma Kapoor Marriage: করিশ্মার বিয়ে হওয়ার কথা ছিল বলিউডের এক নামকরা পরিবারের ছেলের সঙ্গে। হয়ে গিয়েছিল বাগদান ও। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়

কলকাতা: সঞ্জয় কপূরের (Sunjay Kapoor) সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন করিশ্মা কপূর (Karishma Kapoor)। তাঁদের দুই সন্তান ও রয়েছেন। কিন্তু ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে যায় সঞ্জয় ও করিশ্মার। এরপরে সঞ্জয় ফের বিয়ে করলেও, বিয়ে করেননি করিশ্মা। একাকীই জীবন কাটিয়ে দিচ্ছেন তিনি। তবে জানেন কী, করিশ্মার জীবন এই খাতে বওয়ার কথা ছিল না। করিশ্মার বিয়ে হওয়ার কথা ছিল বলিউডের এক নামকরা পরিবারের ছেলের সঙ্গে। হয়ে গিয়েছিল বাগদান ও। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। এরপরেই সঞ্জয় কপূরকে বিয়ে করেন করিশ্মা। জানেন কার সঙঅগে বিয়ে হওয়ার কথা ছিল করিশ্মার?
তিনি আর কেউ নন, তিনি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পুত্র অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। একটা সময়ে প্রায় প্রত্যেকেই জানতেন, অভিষেকের সঙ্গে বিয়ে হবে করিশ্মার। এই খবর চাপা ছিল না। সবার সামনেই এই ঘোষণা করা হয়েছিল। সদ্য ভাইরাল হয়েছে একটি পুরনো ক্লিপ। সেই ক্লিপ অমিতাভ বচ্চনের ৬০ তম জন্মদিনে তোলা। সেই জন্মদিনে মঞ্চে দাঁড়িয়েই জয়া বচ্চন করেছিলেন একটি বড় ঘোষণা। মঞ্চে বচ্চন পরিবারের সবাই উপস্থিত রয়েছেন। এমন সময় জয়া বচ্চন বলেন, 'আমি এবার আমাদের পরিবারে সামিল হওয়ার জন্য ডেকে নেব রণধীর কপূর ও ববিতা কপূরকে। আর তাঁদের মেয়ে করিশ্মাকে। ও আমার হবু পুত্রবধূ। বাবার ৬০ তম জন্মদিনে অভিষেকের তরফ থেকে এটা তাঁর বাবাকে উপহার।' এরপরে একটি সাদা সালোয়ার কামিজ পরে মঞ্চে উঠে আসেন করিশ্মা। জয়া বচ্চন তাঁকে জড়িয়ে ধরে আদর করেন। এরপরে তাঁকে বলেন অমিতাভ বচ্চনের পাশে গিয়ে দাঁড়াতে। অমিতাভও করিশ্মাকে ডেকে নেন। এরপর নিজের দুই পাশে নিয়ে দাঁড়ান অভিষেক ও করিশ্মাকে।
কিন্তু এই স্বপ্নের বাগদান ভেঙে যায়। বিয়ে হয় না করিশ্মা ও অভিষেকের। কিন্তু কেন তাঁদের বাগদান ভেঙে গিয়েছিল, তা নিয়ে কখনও মুখ খোলেননি করিশ্মা বা অভিষেক কেউই। ২০০২ সালে করিশ্মা ও অভিষেকের বাগদান হয়ে গিয়েছিল। কিন্তু সেই বাগদানের আয়ু ছিল মাত্র কয়েক মাস। এরপরে সেই বাগদান ভেঙে যায়। এরপরে ২০০৭ সালে ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) সঙ্গে বিয়ে হয়ে যায় অভিষেকের।
কেন অভিষেক বচ্চনের সঙ্গে করিশ্মার বাগদান ভেঙে গিয়েছিল?
কেন অভিষেক আর করিশ্মার বাগদান ভেঙে গিয়েছিল, সেই বিষয়ে কখনও বচ্চন বা কপূর পরিবারের তরফ থেকে কিছু বলা হয়নি। তবে কিছু প্রতিবেদনে বলা হয়, করিশ্মার মা ববিতার জন্যই এই বিয়ে ভেঙে যায়। যে সময়ে অভিষেক আর করিশ্মার বিবাহ ঠিক হয়েছিল, সেই সময়ে করিশ্মা ছিলেন সফল প্রথম সারির নায়িকা। একাধিক সিনেমা করে ফেলেছেন তিনি। ১৯৯১ সালে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন করিশ্মা। ফলে বিবাহের আগেই তিনি সফল ছিলেন। অন্যদিকে অভিষেক কেরিয়ার শুরু করেছিলেন ২০০০ সালে। ফলে তখনও তেমন নাম করে উঠতে পারেননি অভিষেক। ববিতা চেয়েছিলেন একটি চুক্তি করতে, যেখানে করিশ্মার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অমিতাভ বচ্চন তাঁর সম্পত্তির একটি অংশ অভিষেককে দেবেন। যেহেতু অভিষেক তখনও তেমন নাম করে উঠতে পারেননি, তাঁর কেরিয়ার নিয়ে নিশ্চয়তা ছিল না। সেই কারণেই এই চুক্তি করতে চেয়েছিলেন ববিতা। কিন্তু বচ্চন পরিবারের কেউই এই চুক্তিতে রাজি হননি। এর ফলে করিশ্মা ও অভিষেকের বিয়ে ভেঙে যায়।






















