এক্সপ্লোর
Advertisement
ভিডিও ভাইরাল: কার্তিকের বাইকে সওয়ার সারা, দুই তারকার খুনসুটি কমেন্টস বক্সেও
বলিউড জুটি সারা আলি খান ও কার্তিক আরিয়ানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিও-তে দুই তারকাকে বাইকে চড়ার আনন্দ উপভোগ করতে দেখা গিয়েছে। মঙ্গলবার রাতে কার্তিক তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছিলেন।
নয়াদিল্লি: বলিউড জুটি সারা আলি খান ও কার্তিক আরিয়ানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিও-তে দুই তারকাকে বাইকে চড়ার আনন্দ উপভোগ করতে দেখা গিয়েছে। মঙ্গলবার রাতে কার্তিক তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছিলেন। ভিডিও-র সঙ্গে যে ক্যাপশন রয়েছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁদের অনুরাগীদের মধ্যে জোর জল্পনা চলছে। কার্তিক সারার সঙ্গে মজা করে লিখেছেন, চালান কাটেগা অউর মেরা ভি... (চালান কাটা হবে, আর আমারও)।
এই ক্যাপশনে সারার প্রতিক্রিয়া আসতে দেরি হয়নি। রাগ প্রকাশের ইমোজি পোস্ট করেন সারা। তাঁকে শান্ত করতে কার্তিক লেখেন, সো-জা... জোক হ্যায় আম্মা জোক( আরে মজা করছি, মা, ঘুমিয়ে পড়)।
সোশ্যাল মিডিয়ায় সারার সঙ্গে কার্তিকের মজা করার ঘটনা এই প্রথম নয়। গত সোমবার কেদারনাথ সিনেমার অভিনেত্রীর সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন কার্তিক। ছবিতে কার্তিককে নিজের হাতে সারাকে খাইয়ে দিতে দেখা গিয়েছে। ছবি পোস্ট করে লিখেছিলেন, খুব রোগা হয়ে গিয়েছ, এসো আগের মতো হয়ে যাও।View this post on Instagram
উল্লেখ্য, আগে সারার ওজন অনেক বেশি ছিল। গতমাসেই সারা একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওতে সারাকে বিনা হেলমেটে দেখা গিয়েছিল। কার্তিক কমেন্ট করেছিলেন, হেলমেট কোথায় ম্যাডাম? সারা জবাব দেন, তুমি চুরি করে নিয়ে গেছ। আসলে সারা ও কার্তিক তাঁদের আগামী সিনেমা লাভ আজকাল-এর প্রচারের কাজে ইদানিং খুবই ব্যস্ত।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement