এক্সপ্লোর
অপেক্ষারত মহিলা ভক্ত, বাড়ি থেকে বেরিয়ে এলেন কার্তিক আরিয়ান, তারপর?
কার্তিক-সাক্ষাতের জন্য বাড়ির বাইরে ঠায় অপেক্ষা করছিলেন তিন যুবতী। সেই খবর পেয়ে বাইরে বেরিয়ে এলেন স্বয়ং অভিনেতা। আর তারপর কী ঘটল? দেখুন নিজের চোখেই।

মুম্বই: রুপোলি পর্দার স্বপ্নের নায়কদের জন্য ভক্তদের উন্মাদনার নানান গল্প ঘুরপাক খায় ফিল্ম সার্কিটে। এরকমই আরেকটি ঘটনা ঘটল অভিনেতা কার্তিক আরিয়ানের বাড়ির সামনে। 'লুকা ছুপি' ছবির অভিনেতার জন্য কী করলেন তাঁর দুই মহিলা অনুরাগী, দেখলে চমকে যাবেন। কার্তিক-সাক্ষাতের জন্য বাড়ির বাইরে ঠায় অপেক্ষা করছিলেন তিন যুবতী। সেই খবর পেয়ে বাইরে বেরিয়ে এলেন স্বয়ং অভিনেতা। আর তারপর কী ঘটল? দেখুন নিজের চোখেই।
তিনজনের মধ্যে একজন কার্তিকের একটু বেশিই ভক্ত বলে মনে হল। স্বপ্নের তারকাকে চোখের সামনে তাঁর অবস্থা ছিল দেখার মতো। এবার অভিনেতা এগিয়ে এসে প্রশ্ন করেন, ‘আজ দু’ঘণ্টা? ’ ‘প্রতিদিন’, উত্তর সেই অনুরাগীর। উত্তর শুনে তো মাথায় হাত কার্তিকের। বললেন,‘আমি সত্যিই দুঃখিত।’ কথা শেষ না হতেই তাঁর সামনে হাঁটু মুড়ে বসে পড়েন এক ভক্ত। লজ্জায় পড়ে কার্তিকের প্রতিক্রিয়া দেখুন ভিডিওয়। ওই অনুরাগীকে হাত ধরে তোলেন তিনি। তাতে আরওই বিষ্মিত হয়ে যায় তিনি। ওই ভক্তের সঙ্গে নিজস্বীও তোলেন তাঁর স্বপ্নের নায়ক। সেখানেই মধুরেণ সমাপয়েৎ। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















