Kartik Aaryan: 'ভুলভুলাইয়া টু' সফল হওয়ায় প্রযোজকের কাছ থেকে বহুমূল্যের উপহার পেলেন কার্তিক
Bhool Bhulaiyaa 2: পরিশ্রমের ফল হাতে-নাতে পেলেন অভিনেতা। প্রযোজক ভূষণ কুমার বহুমূল্যের উপহারে ভরিয়ে দিলেন তারকাকে। যা দেখে চোখ কপালে উঠছে নেট নাগরিকদের।
মুম্বই: সিনেমা হলে রাজত্ব চালানোর পর এখন ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলেছে 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। বক্স অফিসে ২০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। দর্শকের কাছ থেকে শুধু ছবিই প্রশংসিত হয়নি, দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন কার্তিক আরিয়ানও (Kartik Aaryan)। আর পরিশ্রমের ফল হাতে-নাতে পেলেন অভিনেতা। প্রযোজক ভূষণ কুমার বহুমূল্যের উপহারে ভরিয়ে দিলেন তারকাকে। যা দেখে চোখ কপালে উঠছে নেট নাগরিকদের।
প্রযোজকের কাছ থেকে কার্তিকের উপহার-
এদিন বলিউড অভিনেতা কার্তিক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে তিনি এবং প্রযোজক ভূষণ কুমার একটি গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। অন্য আর একটি ছবিতে একা কার্তিক গাড়ির সামনে ক্যামেরায় পোজ দিয়েছেন। ছবিতে মিষ্টি কমলা রঙের যে গাড়িটি দেখা যাচ্ছে সেটিই প্রযোজকের কাছ থেকে উপহারস্বরূপ পেয়েছেন কার্তিক। আর গাড়িটি মোটেই হামেশাই তারকাদের কাছে যে গাড়ি দেখা যায়, তা নয়। এটি বিলাসবহুল McLaren। যা প্রথমবার ভারতে কেউ ব্যবহার করছেন। কমলা রঙের এই বিলাসবহুল স্পোর্টস কার পেয়ে প্রযোজকের কাছে আরও একটি উপহারের আর্জিও জানালেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কার্তিক আরিয়ান লিখেছেন, 'চাইনিজ খাওয়ার সময় নতুন উপহার পেয়ে গেলাম। শুনেছিলাম পরিশ্রমের ফল মিষ্টি হয়। কিন্তু এত বড় হয় জানা ছিল না। ভারতের প্রথম McLaren GT... পরের উপহার প্রাইভেট জেট স্যর। কৃতজ্ঞতা।'
গাড়ির প্রতি কার্তিক আরিয়ানের যে আলাদা টান রয়েছে, তা অজানা নয় অনুরাগীদের। কেরিয়ারে সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজেও বেশ কিছু বিলাসবহুল গাড়ি কিনেছেন। কিছুদিন আগেই বিলাসবহুল একটি ল্যাম্বরঘিনি গাড়ি কেনেন। পাশাপাশি মা-কেও একটি গাড়ি উপহার দেন।
আরও পড়ুন - Hera Pheri 3: আসছেই 'হেরা ফেরি ৩', অক্ষয়-পরেশ-সুনীলের কি দেখা মিলবে?
ইতিমধ্যেই বক্স অফিসে ১৮০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'ভুলভুলাইয়া টু'। বলা হচ্ছে এটিই চলতি বছরের এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা ছবি। সামনেই একাধিক ছবি মুক্তি পাবে তাঁর। 'ফ্রেডি', 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া' এবং আরও বেশ কিছু প্রোজেক্টে কাজ করছেন কার্তিক।