Kartik Aaryan Upcoming Film: অনুরাগ বসুর পরিচালনায় 'আশিকি ৩', প্রধান চরিত্রে কার্তিক আরিয়ান
Aashiqui 3: প্রথম ছবি থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে আশিকি ছবির গল্প। প্রেমে আর সুরে মোড়া এই গল্পে বারে বারে মানুষের মন কেড়েছে নায়ক নায়িকার রসায়ন
মুম্বই: ফের পর্দায় 'আশিকি ৩' (Aashiqui 3)। তবে এবার অর্জুন কপূর (Arjoon Kapoor) নয়, পর্দায় নতুন ছবির নায়ক হিসেবে দেখা যাবে কার্তিক আরিয়ান (Kartik Aryaan)-কে। ‘আশিকি’-র এই তৃতীয় পর্বের পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ বসু (Anurag Basu)। তবে কার্তিকের বিপরীতে নায়িকা কে হবেন, এখনও প্রকাশ্যে আসেনি সে কথা।
প্রথম ছবি থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে আশিকি ছবির গল্প। প্রেমে আর সুরে মোড়া এই গল্পে বারে বারে মানুষের মন কেড়েছে নায়ক নায়িকার রসায়ন। মুখে মুখে ঘুরেছিল প্রথম ছবির প্রায় সব গানই। আর এবার নতুন গল্প নিয়ে আসবেন কার্তিক আরিয়ান। সেই গল্পে গানের ছোঁয়াও থাকবে বলে আশা দর্শকদের। এই ছবি প্রযোজনা করছেন মুকেশ ভট্ট (Mukesh Bhatt) ও ভূষণ কুমার (Bhushan Kumar)।
View this post on Instagram
এই ছবি সম্পর্কে কার্তিক আরিয়ান বলছেন, 'আমি আশিকি সিরিজ দেখে বড় হয়েছি। এই সিরিজে কাজ করা আমার কাছে স্বপ্নপূরণের মতো। মুকেশ স্যর ও ভূষণ স্যরকে ধন্যবাদ আমায় এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি কথা দিতে পারি, আশিকি থ্রি ভালোবাসাকে এমনভাবে উদযাপন করবে যা আগে কেউ কখনও দেখেনি।'
View this post on Instagram
আরও পড়ুন: R Madhaban: ১১ বছর পরে নতুন রূপে মাধবন, নাচের ছন্দে শ্রদ্ধাজ্ঞাপন বাপি লাহিড়িকে