Vicky Kaushal-Katrina Kaif: ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি! থানায় অভিযোগ দায়ের অভিনেতার
Katrina Kaif and Vicky Kaushal: সলমন খানের উপর হামলার চক্রান্তের খবরের পরই এবার শিরোনামে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বলিউডের এই দুই তারকাও পেয়েছেন প্রাণনাশের হুমকি।
কলকাতা: ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশলকে (Vicky Kaushal) প্রাণনাশের হুমকি! মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করলেন ভিকি কৌশল। এই খবরেই শোরগোল পড়ে গিয়েছে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে (Industry)।
সলমন খানের (Salman Khan) উপর হামলার চক্রান্তের খবরের পরই এবার শিরোনামে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বলিউডের এই দুই তারকাও পেয়েছেন প্রাণনাশের হুমকি। সোশাল মিডিয়ায় তাঁদের দুজনকেই হত্যার হুমকি দেওয়া হয়েছে।
Maharashtra | Police register a case against an unidentified man and initiate an investigation for allegedly giving life threats to actors Katrina Kaif and Vicky Kaushal through social media. Case registered at Santacruz Police Station: Mumbai Police
— ANI (@ANI) July 25, 2022
(File photos) pic.twitter.com/hQTaTMnB9a
এই ঘটনায় মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অভিনেতা ভিকি কৌশল। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
আরও পড়ুন, গোলাপের পাপড়িকেই পোশাক বানালেন উরফি, মুহূর্তে ভাইরাল ছবি
সম্প্রতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ তাঁদের মলদ্বীপ সফর থেকে ফিরে এসেছেন। অভিনেত্রী তার ৩৯তম জন্মদিনে অভিনেতা-স্বামী ভিকির সঙ্গে সে দেশে পাড়ি দিয়েছিলেন।
এদিকে, সলমন খানের পর প্রাণনাশের হুমকি চিঠি পেয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। জানা যায়, মুম্বইয়ের ভারসোভার বাড়িতে স্বরার কাছে এই হুমকি চিঠি পৌঁছোয়।