Vicky Katrina Updates: একসঙ্গে ক্লিনিকে ঢুকলেন ভিকি-ক্যাটরিনা, সুখবর কি শীঘ্রই?
এবার ক্যাটরিনার মা হতে চলার খবর আরও জোরালো হল। মুম্বইয়ে এক ক্লিনিকের বাইরে দেখা গেল বলিউডের এই জনপ্রিয় দম্পতিকে।
মুম্বই: গত বেশ কয়েকদিন ধরে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সরগরম নেট দুনিয়া। কিছুদিন আগেই অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে ঢিলাঢালা পোশাকে দেখা যায় তাঁকে। ছবি দেখে নেটিজেনদের অনুমান, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। আর ওই ঢিলাঢালা পোশাক দিয়েই তিনি বেবি বাম্প ঢাকছেন। যদিও ভিকি কৌশল (Vicky Kaushal) কিংবা ক্যাটরিনা কাইফ এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানাননি। এবার ক্যাটরিনার মা হতে চলার খবর (Katrina Kaif Pregnancy) আরও জোরালো হল। মুম্বইয়ে এক ক্লিনিকের বাইরে দেখা গেল বলিউডের এই জনপ্রিয় দম্পতিকে।
ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরও জোরালো হল-
এদিন পাপারাৎজিদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিগুলি মুম্বইয়ের একটি ক্লিনিকের বাইরে তোলা। দেখা যাচ্ছে, একসঙ্গে একটি ক্লিনিকে ঢুকছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছিলেন ক্যাটরিনা। ছবিগুলি নেট দুনিয়ায় পোস্ট হওয়ার পর থেকেই অভিনেত্রীর মা হতে চলার খবর আরও জোরালো হয়। অনুরাগীরা আশা করছেন, শীঘ্রই মা হতে চলার খবর অফিশিয়ালি জানাবেন তাঁরা। পাশাপাশি, নেটিজেনরা এমনটাও আশঙ্কা করছেন যে, যেভাবে বিয়ের আগে পর্যন্ত সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ভিকি-ক্যাটরিনা, তাতে সন্তান জন্মানোর পরে না তাঁর সুখবর দেন।
আরও পড়ুন - Will Smith: অস্কারের মঞ্চে চড় কাণ্ডের পর শুরু হল উইল স্মিথের বায়োপিকের কাজ
গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা নতুন জীবন শুরু করেন। ব্যাপক নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। যদিও পাপারাৎজিদের ক্যামেরা থেকে নিজেদের লুকোতে পারেননি তাঁরা। তাঁদের বিয়ের নানা ছবি আগেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। পড়ে, বিয়ে মিটতেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন তাঁরা। গত বছর দীপাবলির দিন তাঁরা রোকা অনুষ্ঠান সেরেছিলেন, শোনা গিয়েছিল এমনটাই। মুখে সম্পর্কের কথা স্বীকার না করলেও, নানা জায়গায় একসঙ্গে ক্যামেরাবন্দি হন ভিকি - ক্যাটরিনা।
ক্যাটরিনা কাইফকে শীঘ্রই দেখা যাবে সলমন খানের বিপরীতে 'টাইগার থ্রি' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা' ও আরও বেশ কিছু ছবি। অন্যদিকে, ভিকি কৌশলকেও দেখা যাবে 'গোবিন্দা মেরা নাম'সহ আরও বেশ কিছু ছবিতে।