Katrina Kaif Instagram Pic: ভিকি এক রাখলেও সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি বদলে ফেললেন ক্যাটরিনা
বিয়ের আগে প্রযন্ত মুখ বন্ধ রাখলেও, বিয়ে মিটতেই একে একে গায়ে হলুদ, মেহেন্দি থেকে বিয়ে সমস্ত ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিকি-ক্যাটরিনা।
মুম্বই: গত ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় কায়দায় বিয়ে হয়েছে বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। গত দু বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। শুরু করেছেন নতুন জীবন। বিয়ের আগে প্রযন্ত মুখ বন্ধ রাখলেও, বিয়ে মিটতেই একে একে গায়ে হলুদ, মেহেন্দি থেকে বিয়ে সমস্ত ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিকি-ক্যাটরিনা। আর নেট দুনিয়ায় সেই ছবি পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ভিকি-ক্যাটরিনার বিয়ে থেকে গায়ে হলুদ, মেহেন্দির ছবিতে মুহূর্তে লক্ষ লক্ষ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকার। সম্প্রতি দেখা গেল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিকি কৌশল প্রোফাইল ছবি এক রাখলেও বদলে ফেললেন ক্যাটরিনা কাইফ।
আরও পড়ুন - Shiboprosad Mukherjee: রিয়েলিটি শোয়ের প্রতিযোগীকে নিজের ছবিতে প্লেব্যাকের সুযোগ দিলেন শিবপ্রসাদ
সম্প্রতি লক্ষ করা গিয়েছে, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ভিকি কৌশলের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিয়ে, গায়ে হলুদ কিংবা মেহেন্দির ছবির পাশাপাশি তাঁর ছবি সংক্রান্ত পোস্টও করেছেন অভিনেতা। প্রোফাইল ছবিও তাঁর একই রয়েছে। কিন্তু ক্যাটরিনা কাইফের ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে লক্ষ করা যাচ্ছে, সেখানে বিয়ের পর থেকে শুধুই ভিকির সঙ্গে ছবি। প্রোফাইল ছবিটাও বদলে ফেলেছেন অভিনেত্রী। সেখানেও জায়গা করে নিয়েছে, ভিকি কৌশলের সঙ্গে রোম্যান্টিক মুহূর্তের ছবি। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল দেখে ইতিমধ্যেই নেট দুনিয়ায় গুঞ্জন উঠেছে, ক্যাটরিনা কাইফই তাহলে ভিকি কৌশলকে বেশি ভালোবাসেন।
প্রসঙ্গত, দু বছর সম্পর্কে থাকাকালীন কখনও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ। বিয়ের আগে পর্যন্ত মুখ বন্ধ রেখেছিলেন তাঁরা এবং তাঁদের পরিবারের সদস্যরা। কিন্তু তাঁদের বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র থেকে তাঁদের বিয়ের বিভিন্ন তথ্য পাওয়া যায়। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা। সামনেই গ্র্যান্ড রিসেপশন। তার জন্য়ও চলছে জোরকদমে প্রস্তুতি।