Katrina Kaif Vicky Kaushal Wedding: 'সারাজীবন খুশিতে থেকো', ভিকি-ক্যাটের বিয়ের পর শুভেচ্ছা সলমনের বোনের
Katrina Kaif Vicky Kaushal: একটি ইনস্টাগ্রাম স্টোরিজ দিয়ে লেখেন, 'তোমরা সারাজীবন খুশিতে থেকো, এই কামনাই করছি। তোমাদের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।'
নয়া দিল্লি: সাত পাকে বাঁধা পড়লেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও মহিলাদের হার্টথ্রব ভিকি কৌশল (Vicky Kaushal)। বৃহস্পতিবারই ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হল তাঁদের। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে চার হাত এক হল।
বলিউডের একাধিক তারকা অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে। তবে বন্ধু ক্যাটরিনা কাইফের জন্য বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন সলমনের বোন অর্পিতা খান। তিনি একটি ইনস্টাগ্রাম স্টোরিজ দিয়ে লেখেন, 'তোমরা সারাজীবন খুশিতে থেকো, এই কামনাই করছি। তোমাদের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।'
বিয়ের পর নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেন ভিকি ও ক্যাটরিনা। অনুরাগীদের অপেক্ষার অবসান হল শেষমেশ। তাঁদের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'যা কিছু আমাদের এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে সেইসবের জন্য কেবল ভালবাসা ও কৃতজ্ঞতা রয়েছে আমাদের মনে। আমাদের একসঙ্গে চলার এই নতুন পথে আপনাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ চাইছি।'
ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় ভাইরাল। বি-টাউনের একাধিক তারকা তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
তাঁদের ছবিতে কমেন্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। লিখেছেন, 'তোমাদের জন্য ভীষণ খুশি! আমার বন্ধুর বিয়ে। দুজনকেই অনেক শুভেচ্ছা! একসঙ্গে তোমরা পারফেক্ট।' অপর একটি কমেন্টে করিনা কপূর (Kareena Kapoor Khan) লিখেছেন, 'তোমরা করে দেখালে, দুজনকে অনেক আশীর্বাদ।' আলিয়া ভট্টও (Alia Bhatt) কমেন্ট করে লিখেছেন, 'তোমাদের ভীষণ ভীষণ ভীষণ সুন্দর দেখাচ্ছে।' অন্যদিকে অনন্যা পাণ্ডে ও কিয়ারা আডবাণী (Ananya Panday and Kiara Advani) নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন।
'চণ্ডীগড় করে আশিকি' ছবির পরিচালক অভিষেক কপূরও (‘Chandigarh Kare Aashiqui’ director Abhishek Kapoor) নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। 'অনেক শুভেচ্ছা। ভগবান আশীর্বাদ করুন।' শুভেচ্ছা জানিয়েছেন টাইগার শ্রফও (Tiger Shroff)। একাধিক তারকার মধ্যে মালাইকা অরোরা, বিপাশা বসু, হার্ডি সন্ধু, রকুল প্রীত সিংহ, সারা আলি খান (Malaika Arora, Bipasha Basu, Harrdy Sandhu, Rakul Preet Singh, Sara Ali Khan) ও অনেকে শুভেচ্ছা জানান।