Adrit Kaushambi Marriage: রাজকীয় বিয়ে, গোয়ায় আদুরে মধুচন্দ্রিমা আদৃত-কৌশাম্বির
Entertainments News Update: হনিমুনে এই জুটি কোথায় যাচ্ছেন তা গোপনই রেখেছিলেন তাঁরা, তা প্রকাশ্যে এল প্রথম ছবির সঙ্গে সঙ্গে।
কলকাতা: তাঁদের বিয়ে নিয়েই যথেষ্ট চর্চা হয়েছিল। আর এবার, বিয়ের যাবতীয় ব্যস্ততা মিটতেই মধুচন্দ্রিমায় উড়ে গেলেন কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)ও আদৃত রায় (Adrit Roy)। এর আগে বিমান থেকে হাতে হাত রেখে ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। তবে হনিমুনে এই জুটি কোথায় যাচ্ছেন তা গোপনই রেখেছিলেন তাঁরা। কিন্তু বৃহস্পতিবার রাতে কৌশাম্বি যে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন, তার থেকে পরিস্কার, গোয়ায় গিয়েছেন টলিপাড়ার নতুন এই জুটি।
মে মাসের মাঝামাঝিই বিয়ে সেরেছিলেন আদৃত ও কৌশাম্বি। 'মিঠাই' ধারাবাহিক থেকে তাঁদের প্রেমের শুরু। তবে এই ধারাবাহিকে নায়ক নায়িকা ছিলেন না আদৃত-কৌশাম্বি। ধারাবাহিকে আদৃতের দিদির চরিত্রে অভিনয় করেছিলেন কৌশাম্বি। তবে সেই ধারাবাহিক চলাকালীনই তাঁদের মধ্যে প্রেমের শুরু। তবে নিজেদের প্রেম কখনোই খোলাখুলিভাবে বলেননি কৌশাম্বি ও আদৃত। সোশ্যাল মিডিয়ায় খুব কম দু-একটা ছবি দিলেও, নিজেদের প্রেম কার্যত গোপনেই রেখেছিলেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানানোর ছবিকেই অনেকে ধরে নিয়েছিলেন তাঁদের সম্পর্কের সিলমোহর হিসেবে। সেই সম্পর্কই পরিণতি পেল চলতি বছরে। কলকাতার এক ব্যাঙ্কোয়েটে বিয়ে করেন এই জুটি। তাঁদের বিয়েতে হাজির ছিল মিঠাই পরিবারের সবাই। যে ধারাবাহিক থেকে তাঁদের সম্পর্কের শুরু, গোটা বিয়েতেই সেই ধারাবাহিকের সবাই সঙ্গে থাকুক এমনটাই চেয়েছিলেন আদৃত-কৌশাম্বি। তবে হাজির ছিলেন না খোদ 'মিঠাই'!
বিয়ে বা বৌভাত, কোনোদিনই আসরে উপস্থিত ছিলেন না সৌমিতৃষা। কানাঘুষোয় শোনা যাচ্ছে, তিনি নাকি আমন্ত্রণই পাননি। তবে 'মিঠাই' পরিবারের সবাই যখন জয় গোপাল ধ্বনি তুলেছেন বিয়ের আসরে, তখন তা দেখে অনেকেই চটেছিলেন। সৌমিতৃষাকে ছাড়া 'জয় গোপাল' যেন অসম্পূর্ণ। তবে এ নিয়ে কখনোই মুখ খোলেননি আদৃত-কৌশাম্বি।
আপাতত তাঁরা তর্ক-বিতর্ক থেকে অনেক দূরে গোয়ায় সময় কাটাচ্ছেন। বিচে রোদ মেঘে, সমুদ্রের ধারে হাতে হাত রেখে শেয়ার করে নিচ্ছেন বিভিন্ন ছবি।
View this post on Instagram
আরও পড়ুন: Shruti Haasan: 'আমি ভীষণভাবে সিঙ্গল, এবং...', বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর শ্রুতি হাসানের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।