(Source: ECI/ABP News/ABP Majha)
KBC 13: মেয়ে-নাতনির 'প্রশ্নজাল', 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১০০০তম পর্বে নাজেহাল বিগ বি
KBC 13 New Promo: চলতি সপ্তাহের শুক্রবার কৌন বানেগা ক্রোড়পতির ১০০০ পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে নানা মজা। দেখা যাবে মেয়ে এবং নাতনির নানা প্রশ্নে কীভাবে ফাঁসলেন বিগ বি (Amitabh Bachchan)।
মুম্বই: কৌন বানেগা ক্রোড়পতির হট সিটে অমিতাভ-জয়া কন্যা শ্বেতা বচ্চন নন্দা (Shweta Bachchan Nanda)। সঙ্গে শ্বেতার মেয়ের নব্যা নন্দা নভেলি (Navya Nanda Naveli)। চলতি সপ্তাহের শুক্রবার কৌন বানেগা ক্রোড়পতির ১০০০ পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে নানা মজা। দেখা যাবে মেয়ে এবং নাতনির নানা প্রশ্নে কীভাবে ফাঁসলেন বিগ বি (Amitabh Bachchan)। ভিডিও কলে এই বিশেষ পর্বে দেখা যাবে অমিতাভ পত্নী জয়াকেও (Jaya Bachchan)। আর সেখানেই রয়েছে আরও চমক।
সোশাল মিডিয়া হ্যান্ডেলে কৌন বানেগা ক্রোড়পতির ১০০০ পর্বের একটি প্রোমো ভিডিও শেয়ার করেছে সোনি টিভি। যেখানে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনের পরিবার সেখানে উপস্থিত হয়েছেন। হট সিটে বিগ বি-র মেয়ে এবং নাতনি। আর শ্বেতা, নব্যাদের প্রশ্নের জালে ফাঁসলেন বিগ বি। আর তাঁদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিলেন জয়া বচ্চনও। সেখানেই দেখা গেল অমিতাভ বচ্চন সম্পর্কে তথ্য ফাঁস করলেন জয়া।
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে বিগ বি-র সম্পর্কে জয়া বলেন, “ আপনি ওঁকে ফোন করে দেখুন, কখনই ফোনটা রিসিভ করেন না।’’ উত্তরে অমিতাভ জানান, অনেক সময়ই ইন্টারনেট সংযোগের সমস্যা থাকে। সেই সমস্যা থাকলে তিনি কী করবেন! আর এরপরই শ্বেতা বলেন, অথচ সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করা যায়। ট্যুইট করা যায়। নব্যা প্রশ্ন করেন, আমরা যখন পার্লার থেকে ফিরি তখন আপনি সব সময় বলেন যে দিদাকে কত সুন্দর দেখাচ্ছে। সেটা কি সত্যি বলেন না কি কথার কথা? আর নাতনি এই প্রশ্ন শুনে ভিডিও কলে জয়ার দিকে তাকিয়ে বিগ বি বলেন, কী সুন্দর দেখাচ্ছে। পাল্টা জয়া বলেন, “মিথ্যে কথা মোটেও ভালো লাগে না।’’ আর জয়ার এই প্রতিক্রিয়া সেটে উপস্থিত দর্শক তো বটেই হেসে ওঠেন শ্বেতা, নব্যাও।
আরও পড়ুন: Amit Sadh Covid Positive: করোনা আক্রান্ত 'কাই পো চে' অভিনেতা অমিত সাধ