Kaun Banega Crorepati: ফিরছে KBC, কীভাবে করবেন রেজিস্ট্রেশন ?
KBC 16 Registration Apply: কীভাবে KBC-তে অংশ নেবেন ? চলুন জেনে নেওয়া যাক...
মুম্বই: ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো KBC। চলতি মাসের ২৬ তারিখ, শুরু হতে চলেছে এবার ১৬ তম Kaun Banega Crorepati. বলাইবাহুল্য় KBC-তে অংশ নিতে মুখিয়ে থাকেন অনেকেই। কেই বা না চায় অমিতাভ বচ্চনের বিপরীতের আসনটিতে বসতে ? আর সেই সঙ্গে যদি কোটিপতিও হওয়া যায়, তাহলে তো কথাই নেই। এবার কথা হল KBC-র চলতি সিজনে কীভাবে অংশ নেবেন ? চলুন জেনে নেওয়া যাক।
কীভাবে KBC-র রেজিস্ট্রেশন করবেন ?
২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে KBC এর ১৬ তম পর্ব। ওই দিনই, রাত ৯ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। সারা দেশ জুড়েই চলবে এর অংশগ্রহণের প্রক্রিয়া। KBC এর অফিশিয়াল ওয়েবসাইটটি হল kaunbanegacrorepati.org. অংশ নিতে যারা ইচ্ছুক, তাঁরা তাঁদের নাম-ঠিকানা এবং ফোন নাম্বার মেল করতে পারেন। যারা KBC-তে অংশ নেবেন, তাঁরা Google Play Store গিয়ে Sony Liv অ্যাপ Download করতে পারেন।
KBC-তে অংশ নিতে গেলে কী কী নিয়ম ?
KBC-তে অংশ নিতে গেলে অংশগ্রহণকারীকে নুন্যতম ১৮ বছর হতেই হবে। এবং তাঁকে ভারতীয় নাগরিক হতে হবে। তবে সেখানে কোনও অ্যাকাডেমিক ডিগ্রি না থাকলেও চলবে। KBC অফিশিয়ালের বলে দেওয়া, নিয়ম ও রীতি অবশ্যই অংশগ্রহণকারীকে মেনে চলতে হবে। পাসপোর্ট সাইজের ফটো লাগবে। পাশাপাশি এই রিয়েলিটি শোয়ে অংশ নিতে গেলে আপনাকে সঠিক পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। তা হল মূলত-
- আঁধার কার্ড
- প্যান কার্ড
- বার্থ সার্টিফিকেট
- পাসপোর্ট
- বিদ্যুৎ-র বিল
- পাসপোর্টের ঠিকানা
- ড্রাইভিং লাইসেন্স
আরও পড়ুন, সলমনের বাড়ির সামনে গুলিচালনায় গ্রেফতার ২, রবি কিষাণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, বিনোদনের সারাদিন
কী কী ধাপ ?
তবে উপরে সব ডকুমেন্ট না থাকলেও অসুবিধা নেই। কারণ আপনি এরপরেও রেজিস্টার করতে পারবেন Kaun Banega Crorepati-র কুইজ প্রতিযোগিতায়। তবে সেখানে একটি নির্বাচন পদ্ধতি রয়েছে। মূলত, সবার প্রথমে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।তারপর নির্বাচিত হলে দ্বিতীয় পদ্ধতি হল স্ক্রিনিং। যারা এই বিভাগে উত্তীর্ণ করবে, তাঁরা অডিশনের জন্য ডাক পাবে। সবশেষে ওই ব্যাক্তিকে ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে যেতে হবে। তবে এরপরেও যদি কোনও জটিলতা বা মনে ভিতরে প্রশ্ন জন্ম নেয়, সেক্ষেত্রেও সাহায্য হাত বাড়িয়ে দেবে Kaun Banega Crorepati-র অফিশিয়াল ওয়েবসাইট। তবে যাইহোক দেখতে দেখতে ১৬ তম পর্বে এবার পা দিতে চলেছে KBC।