KGF 2 Box Office Collection Day 4: প্রথম সপ্তাহান্তেই ৫০০ কোটি পার করল 'কেজিএফ: চ্যাপ্টার ২'
KGF 2 Box Office Collection: 'কে জি এফ: চ্যাপ্টার ২' প্রথম সপ্তাহান্তে ৫৪৬ কোটি টাকা আয় করে বিশ্বের বক্স অফিসে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রথম দিনেই ১০০ কোটি টাকা অতিক্রম করে এই ছবি।
নয়াদিল্লি: প্রশান্ত নীল (Prashanth Neel) পরিচালিত 'কে জি এফ: চ্যাপ্টার ২' (KGF: Chapter 2) এখন দেশজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। ১৪ তারিখে মুক্তির পর থেকেই দুর্দান্ত ব্যবসা করছে এই ছবি। এর মধ্যে গত চারদিনে গোটা বিশ্বে ৫৪৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। এই সিনেমার চাহিদা এতই বাড়ছে যে ধীরে ধীরে শোয়ের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
ঝড় তুলছে 'কে জি এফ: চ্যাপ্টার ২'
গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে যশ অভিনীত এই ছবি। ২০২০ সালে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও ছবির শ্যুটিং এবং মুক্তির তারিখ একাধিকবার করোনার কারণে পিছিয়ে যায়।
'কে জি এফ: চ্যাপ্টার ২' প্রথম সপ্তাহান্তে ৫৪৬ কোটি টাকা আয় করে বিশ্বের বক্স অফিসে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রথম দিনেই ১০০ কোটি টাকা অতিক্রম করার পর, ছবিটি মুক্তির চতুর্থ দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকাও অতিক্রম করে।
View this post on Instagram
আরও পড়ুন: KGF: Chapter 2 Premiere: আরসিবি-র জৈব সুরক্ষা বলয়ে আজ 'মুভি নাইট', দেখানো হবে 'কেজিএফ: চ্যাপ্টার ২'
দক্ষিণী ছবির লড়াই
আপাতত 'কে জি এফ: চ্যাপ্টার ২' ঝড় তুললেও রেকর্ড অব্যাহত 'আর আর আর'-এর। তেলুগু, তামিল, হিন্দি, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। মুক্তির দিনেই সর্বোচ্চ ব্যবসা করার পালক এখনও 'আর আর আর' ছবিরই মুকুটে। প্রথম দিনে দেশজুড়ে এই ছবি ব্যবসা করে মোট ১৫৮.৬ কোটি টাকার। 'কে জি এফ: চ্যাপ্টার ২' প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করলেও টপকাতে পারেনি 'আর আর আর'কে। যশের ব্লকবাস্টার প্রথম দিন প্রেক্ষাগৃহে ১৩৪.৫ কোটির ব্যবসা করে। ছুটির দিনে মুক্তি পেলেও 'আর আর আর'-এর রেকর্ড ভাঙতে পারল না 'কে জি এফ: চ্যাপ্টার ২'।