![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Khatron Ke Khiladi 11 Grand Finale: কবে, কখন, কোথায় দেখতে পাবেন 'খতরো কে খিলাড়ি'র গ্র্যান্ড ফিনালে? জেনে নিন সমস্ত তথ্য
সিজনের প্রায় শেষের দিকে চলে এসেছে 'খতরো কে খিলাড়ি'। এবার অপেক্ষা গ্র্যান্ড ফিনালের। কবে হবে ধামাকাদার গ্র্যান্ড ফিনালে? আর কীভাবেই বা তা দেখতে পাবেন দর্শকরা?
![Khatron Ke Khiladi 11 Grand Finale: কবে, কখন, কোথায় দেখতে পাবেন 'খতরো কে খিলাড়ি'র গ্র্যান্ড ফিনালে? জেনে নিন সমস্ত তথ্য Khatron Ke Khiladi 11 Grand Finale: When & Where To Watch Last Episode Of Rohit Shetty's Show, know in details Khatron Ke Khiladi 11 Grand Finale: কবে, কখন, কোথায় দেখতে পাবেন 'খতরো কে খিলাড়ি'র গ্র্যান্ড ফিনালে? জেনে নিন সমস্ত তথ্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/21/1726ba3dc57c2393ec7ecc8b65652709_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অর্জুন বিজলানি, দিব্যাঙ্কা ত্রিপাঠি, বিশাল আদিত্য সিংহ, শ্বেতা তিওয়ারি, রাহুল বৈদ্য নাকি বরুণ সুদ, কার হাতে উঠবে 'খতরো কে খিলাড়ি'র (Khatron Ke Khiladi) ট্রফি? স্টান্ট নির্ভর গেম শোয়ের এই সিজন ইতিমধ্যেই দর্শকদের কাছে মারাত্মক জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি এই মুহূর্তে এক নম্বর রিয়েলিটি শো-ও বটে। জনপ্রিয়তায় ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছে 'কৌন বনেগা ক্রোড়পতি' এবং 'সুপার ডান্সার চ্যাপ্টার ফোর'কে। সিজনের প্রায় শেষের দিকে চলে এসেছে 'খতরো কে খিলাড়ি'। এবার অপেক্ষা গ্র্যান্ড ফিনালের। কবে হবে ধামাকাদার গ্র্যান্ড ফিনালে? আর কীভাবেই বা তা দেখতে পাবেন দর্শকরা?
আরও পড়ুন - Bipasha Basu in Bollywood: ডেবিউ ছবি 'আজনবি'-র দু'দশক পূর্তিতে আবেগপ্রবণ বিপাশা বসু
বিপুল জনপ্রিয়তা পেয়ে ইতিমধ্যেই টিআরপির তালিকায় কার্যত ধুম মাচিয়ে দিয়েছে 'খতরো কে খিলাড়ি'র চলতি সিজন। টেলিভিশনের অন্য সমস্ত রিয়েলিটি শো বা নন ফিকশন শো-কে পিছনে ফেলে এক নম্বরে পৌঁছে গিয়েছে রোহিত শেট্টি সঞ্চালিত এই ধুম ধাড়াকা স্টান্ট গেম শো। তাই এর গ্র্যান্ড ফিনালেও যে আকর্ষণীয় হবে, তা বলাই বাহুল্য। ফাইনালে পৌঁছনো তারকাদের অনুরাগীরাও অপেক্ষা করে বসে রয়েছেন তাঁদের পছন্দের তারকাকে জিততে দেখার অপেক্ষায়।
জানা যাচ্ছে, সম্প্রচারিত চ্যানেলে 'খতরো কে খিলাড়ি'র গ্র্যান্ড ফিনালে দেখা যাবে দুদিন ধরে। সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে অফিশিয়ালি জানানো হয়েছে যে, আগামি ২৫ এবং ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় দেখা যাবে 'খতরো কে খিলাড়ি সিজন ১১'-র গ্র্যান্ড ফিনালে।
তাহলে কি শুধু টিভিতেই দেখা যাবে প্রিয় রিয়েলিটি শোয়ের ফাইনাল? না। চিন্তা করার কোনও কারণ নেই। জিও সাবস্ক্রাইবাররা তাঁদের পছন্দের 'খতরো কে খিলাড়ি'-র গ্র্যান্ড ফিনালে দেখতে পাবেন জিও টিভি থেকেই। পাশাপাশি এয়ারটেল সাবস্ক্রাইবাররাও এয়ারটেল এক্সট্রিম থেকে দেখতে পাবেন। তাহলে অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। তারপরই জানা যাবে কে হতে চলেছেন ধামাকাদার গ্র্যান্ড ফিনালের বিজয়ী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)