(Source: ECI/ABP News/ABP Majha)
Khatron Ke Khiladi 13: 'খতরোঁ কি খিলাড়ি'-তে প্রতিযোগী শিজান, আইনি নোটিশ পাঠালেন তুনিশার মা
Sheezan Khan: গত বছর ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেট থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার।
কলকাতা: শিজান খান (Sheezan Khan)-কে 'খতরোঁ কে খিলাড়ি' (Khatron Ke Khiladi)-র নতুন সিজনে দেখা যাবে, এই খবর নতুন নয়। তবে এই খবর, অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)-র মায়ের কাছে পৌঁছতেই ফল হল উল্টো। চ্যানেলকে আইনি নোটিশ পাঠালেন প্রয়াত অভিনেত্রীর মা।
তুনিশা শর্মা মৃত্যু তদন্তে নাম জড়িয়েছিল তাঁর তৎকালীন প্রেমিক শিজান খানের। এই ঘটনায় জেলেও থাকতে হয়েছিল তাঁকে। কিন্তু মার্চ মাসের প্রথম দিকেই জামিন পেয়েছেন শিজান। জেল থেকেও বেরিয়েছেন তিনি। আদালত তাঁকে বিদেশ সফর করারও অনুমতি দিয়েছে। আর সেই অনুমতি নিয়েই 'খতরোঁ কে খিলাড়ি'-তে যোগ দিয়েছেন শিজান। তবে এতেই আপত্তি রয়েছে তুনিশার মায়ের।
গত বছর ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেট থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় তুনিশার সহ-অভিনেতা ও প্রাক্তন প্রেমিক শিজান খানকে। আজ, শনিবার বাসাই আদালতের ১ লক্ষ টাকার ব্যক্তিগত জামিনে ছাড়া পেলেন তিনি। একইসঙ্গে শিজান খানকে তাঁর পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে বলেও খবর এএনআই সূত্রে।
গত বছরের ডিসেম্বর মাসে তুনিশা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিজান খানকে গ্রেফতার করা হয়েছিল এবং তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। শিজান খান ও ২১ বছর বয়সী তুনিশা শর্মা ছিলেন প্রেমের সম্পর্কে। তুনিশার মৃত্যুর দিন ১৫ আগে তাঁদের ব্রেক আপ হয়ে যায় বলেও শোনা যায়। এরপর দুই পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ চলে বিস্তর। জলঘোলাও হয় প্রচুর। জামিন পাওয়ার পরে কিছুটা স্তিমিত হয় এই বিতর্ক। তবে তুনিশার মায়ের এই অভিযোগ ফের উস্কে দিল বিতর্ক।
তুনিশার মা যে অভিযোগ দায়ের করেছেন, সেই খবর প্রকাশ্যে এনেছেন তুনিশার পরিবারের লোকই। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একবার তুনিশার মা বলেছিলেন, 'আমি শুনেছি, শিজানের কাছে খতরোঁ কি খিলাড়ি সহ বিভিন্ন শো-এর থেকে অফার এসেছে। এই সমস্ত চ্যানেলরা দর্শকদের কাছে ঠিক কী বার্তা দিতে চেয়েছে সেটাই আমার প্রশ্ন। যাঁর বিরুদ্ধে এমন গুরুতর সব অভিযোগ রয়েছে, সেই মানুষকে চ্যানেলে সুযোগ দেয় কী করে? ৫২৪ পাতার একটা চার্জশিট রয়েছে ওর বিরুদ্ধে।'
আরও পড়ুন: Sesame Seeds: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?