Telly Masala: ঝিলমিলের জন্মদিনে ফিরে এল আবিরের প্রথম স্ত্রী, নতুন বিপদের মুখে গৌরী, একঝলকে টেলি মশালা
Telly Masala Friday: সপ্তাহান্তে দেখে নেওয়া যাক ছোটপর্দায় কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? চোখ রাখুন টেলি মশালায়
![Telly Masala: ঝিলমিলের জন্মদিনে ফিরে এল আবিরের প্রথম স্ত্রী, নতুন বিপদের মুখে গৌরী, একঝলকে টেলি মশালা Telly Masala: Abirs first wife Ahana came back at the day of Jhilmils Birthday, Gouri faced new problem, read Telly Mashala Telly Masala: ঝিলমিলের জন্মদিনে ফিরে এল আবিরের প্রথম স্ত্রী, নতুন বিপদের মুখে গৌরী, একঝলকে টেলি মশালা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/05/82456c4e9956c6d344b88361acc8b8ad168328235810049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মৃত্যুঞ্জয়ের বাবাই ঈশান, সেই বিশ্বাসে গৌরী বিবাহিত জীবন যাপনই করে। তাকে মাছ খেতে, সিঁদুর পরতে দেখে অশান্তি শুরু করে শৈল মা। অন্যদিকে শীল বাড়িতে দায়িত্ব ভাগ করা নিয়ে শুরু হয় বিভিন্ন কাণ্ডকারখানা। তারপর? সপ্তাহান্তে দেখে নেওয়া যাক ছোটপর্দায় কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? চোখ রাখুন টেলি মশালায় (Telly Mashala)।
তোমার খোলা হাওয়া
ঝিলমিলের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পরিকল্পনা করে আবির। বাড়িতে সারপ্রাইজ পার্টির আয়োজন করে সে। আবিরের এই আয়োজনে আপ্লুত ঝিলমিল। কিন্তু এই আনন্দ অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ একটা ফোন আসে আবিরের কাছে। জানা যায়, আবিরের প্রথম স্ত্রী অহনা জীবিত। এই খবর কী ঝিলমিলের সাজানো সংসার এলোমেলো করে দেবে? কোন পথেই বা এগোবে ঝিলমিল আর আবিরের সম্পর্ক? উত্তর মিলবে ধারাবাহিকে।
রাঙা বৌ
শীল বাড়িতে দায়িত্ব ভাগ হওয়ার পরেই শুরু হয় বিভিন্ন কান্ডকারখানা। দুধে জল মেশানো থেকে শুরু করে মাছের পিস ছোট করা, এই সব কাজ করতে থাকে ফুল বউ। অন্যদিকে সমরের টাকা বাঁচানোর জন্য সোনা বউ সব ঘরের আলো নিভিয়ে দেয়। এমনকি তরুণ না খেয়ে উঠে যায় এই অন্যায় দেখে। বেলা প্রচন্ড রেগে গেলে দুই জায়েরা পাখির ওপর দোষ চাপিয়ে দেয়, কিন্তু পাখি তার প্রতিবাদ করে। আর এই প্রথম পাখির অনুরোধে নিজের ওপর হওয়া অবিচারের বিরুদ্ধে এই প্রথমবার জবাব দিল কুশ। তারপর?
জগদ্ধাত্রী
ক্রিকেট ক্লাবের ম্যানেজারের বিরুদ্ধে প্রমাণ আনে জগদ্ধাত্রী। সে পরিকল্পনা করে, তাকে জেরা করবে। নিজের মায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিচারণাতেই সময় কাটাবে বলে সিদ্ধান্ত নেয় জগদ্ধাত্রী।
গৌরী এল
মৃত্যুঞ্জয় বাবাই ঈশান, এই বিশ্বাস নিয়ে সিঁথিতে সিঁদুর পড়ে গৌরী। সন্তানের স্বার্থে সবার অলক্ষে মাছ খায় | এদিকে গৌরীকে লুকিয়ে মাছ খেতে দেখে বাড়ির লোকজন ডেকে চরম অশান্তি শুরু করে শৈল মা | অপবাদের মুখে গৌরীর পাশে দাঁড়ায় তার শাশুড়ি শ্রীমতী।অন্যদিকে গৌরীকে বাড়িতে একা পেয়ে তাকে এবং তার সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করে শৈল | গৌরীকে বাঁচাতে হঠাৎই মন্দিরে আসেন এক পুরোহিত | গৌরীরে চারিদিকে রুদ্রাক্ষের মালারে গন্ডি বানিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করেন অজ্ঞাত পরিচয় সেই পুরোহিত | কিন্তু গৌরীকে বাঁচাবার সব প্রয়াসকে টেক্কা দিয়ে নানা ছলনায় তাকে গন্ডির বাইরে বের করে আনে শৈল আর খাওয়ানোর চেষ্টা করে বিষ মেশানো খাবার। এবার কি হবে পরিণতি? উত্তর মিলবে ধারাবাহিকে।
নিম ফুলের মধু
পর্ণার উদ্যোগে নীলাঞ্জনাকে সিঁদুর পরায় ছোট কাকা। নীলাঞ্জনার আর কোথাও যাওয়ার জায়গা নেই দেখেই এই পরিকল্পনা করে পর্ণা। কিন্তু নীলাঞ্জনার বৈধব্য যোগ থাকায় ও তার আগের বিয়ের বিচ্ছেদ হয়ে যাওয়ায় তাকে মেনে নিতে পারে না দত্ত পরিবার। কৃষ্ণা নীলাঞ্জনাকে অপমান করার জন্য কাজের মহিলা হিসেবে তাকে বাড়িতে রাখে, এবার কী করবে পর্ণা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)