Khorkuto: '২ বছরের সফর শেষ', 'খড়কুটো' শেষে স্মৃতি হাতড়ালেন 'পটকা' অম্বরীশ
Serial Khorkuto: এখন বড়পর্দা ও ওয়েব সিরিজে জমিয়ে কাজ করছেন 'খড়কুটো'-র গুনগুন তৃণা সাহা (Trina Saha)। সদ্য অঞ্জন দত্ত (Anjan Dutt) পরিচালিত নতুন ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে তাঁর।
কলকাতা: প্রায় ২ বছরের সফর শেষ । আজ ছোটপর্দায় শেষ সম্প্রচার ধারাবাহিক 'খড়কুটো'-র। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং ফ্লোর থেকে ধারাবাহিক 'খড়কুটো' পরিবারের ছবি শেয়ার করে নিলেন পটকা ওরফে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya) ।
ধারাবাহিকের সেট থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অম্বরীশ। সেখানে তিনি লিখেছেন, 'দীর্ঘ দু'বছরের পথচলা শেষ হল । আজ "খড়কুটো" ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে ঠিক দুপুর ২ টোয় । এত দিন ধরে আপনাদের এত ভালবাসা ও প্রশ্রয় পেয়ে আমরা ধন্য... সবাই ভালো থাকবেন' ।
আরও পড়ুন: Netflix: বাচ্চাদের জন্য তৈরি সিনেমা-টিভি সিরিজের মাঝে বিজ্ঞাপন দেখাবে না নেটফ্লিক্স
অন্যদিকে এখন বড়পর্দা ও ওয়েব সিরিজে জমিয়ে কাজ করছেন 'খড়কুটো'-র গুনগুন তৃণা সাহা (Trina Saha)। সদ্য অঞ্জন দত্ত (Anjan Dutt) পরিচালিত নতুন ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে তাঁর। সিরিজের নাম 'মার্ডার বাই দ্য সি' (Murder By The Sea)। অঞ্জন দত্তের সঙ্গে এটি প্রথম কাজ তৃণার। 'মার্ডার বাই দ্য সি' -এর কাজ শেষ করার পরে এবিপি লাইভকে সাক্ষাৎকার দিয়েছিলেন তৃণা। সেখানে তিনি বলেছিলেন, ''দারুণ অভিজ্ঞতা। অঞ্জনদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। শ্যুটিং ফ্লোরে কিভাবে সবকিছু শান্তভাবে সামলানো যায় আবার ঠিক কাজটাও করে ফেলা যায় সেটা অঞ্জনদার থেকে সত্যিই শেখার। এটা তখনই সম্ভব যখন পরিচালকের খুব পরিষ্কার ধারণা থাকে কাজের বিষয়ে। অঞ্জনদার সেটা রয়েছে। কাজের সুযোগ পাওয়ার পরেই যখন জেনেছিলাম অঞ্জনদার সঙ্গে কাজ করব, ভীষণ উৎসাহী ছিলাম। এখনও পর্যন্ত খুব বেশি ওয়েব সিরিজে কাজ করিনি আমি। ওয়েব সিরিজ হিসেবে এটা আমার দ্বিতীয় কাজ। আর এত অল্প সময়েই যদি অঞ্জনদার সঙ্গে কাজ করার সুযোগ পাই, তাহলে সেটা তো স্বপ্নের মতোই।'
এখন তৃণাকে দেখা যাচ্ছে 'ডান্স ডান্স জুনিয়র'-এ। সেখানে মেন্টরের ভূমিকায় পালন করছেন তিনি। ইতিমধ্যেই ছবিতেও অভিনয় করেছেন তৃণা। 'শ্রীমতী' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
View this post on Instagram