Khusboo Patani: ‘মেয়েরা চার পাঁচজনের সঙ্গে…’ লিভ-ইন নিয়ে অনিরুদ্ধাচার্যের বিতর্কিত মন্তব্য, সরব হলেন অভিনেত্রী দিশা পাটানির দিদি
Aniruddhacharya's Viral Comment on Live-in Relationship: অনিরুদ্ধাচার্যের শব্দচয়নের তীব্র বিরোধিতা করেছেন খুশবু। ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। ভাইরাল ভিডিয়ো কী বলেচিলেন অনিরুদ্ধাচার্য মহারাজ ?

Entertainment News: আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের বিরুদ্ধে এবার সরব হলেন বলিউডের অভিনেত্রী দিশা পাটানির দিদি খুশবু পাটানি। সমাজমাধ্যমে কিছুদিন আগেই তুমুল ভাইরাল হয়েছিল অনিরুদ্ধাচার্য মহারাজের একটি বক্তব্য। লিভ-ইন সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অনিরুদ্ধাচার্য (Aniruddhacharya Maharaj) এবং তাঁর সেই মন্তব্যে মহিলাদের অপমান করা হয়েছিল বলেই দাবি করেছেন খুশবু (Khusboo Patani)। অনিরুদ্ধাচার্য মহারাজের সেই ভাইরাল ভিডিয়োর মন্তব্যে নারীদের উপরে অবাধ যৌনতা, দ্বিচারিতার আরোপ উঠে এসেছে বলে আঙুল তুলেছেন খুশবু পাটানি।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে অনিরুদ্ধাচার্য মহারাজকে বলতে শোনা যায়, ‘ছেলেরা বিয়ে করার জন্য পছন্দ করে ২৫ বছর বয়সী মেয়েদের আর সেই মেয়েরা ততদিনে ৪-৫ জনের শয্যাসঙ্গিনী হয়ে গিয়েছে।’ মহিলাদের লিভ-ইন সম্পর্ককে কটাক্ষ করেই এই মন্তব্য করেছিলেন অনিরুদ্ধাচার্য মহারাজ। আর এই প্রসঙ্গেই সরব হয়ে ওঠেন দিশা পাটানির দিদি খুশবু পাটানি। অনিরুদ্ধাচার্যের শব্দচয়নের তীব্র বিরোধিতা করেছেন খুশবু। ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। খুশবু স্পষ্ট জানান যদি তিনি সেই সভাস্থলে উপস্থিত থাকতেন যেখানে তিনি এই মন্তব্য করেছেন, তাহলে সেখানেই তাঁকে যথার্থ শিক্ষা দিতেন এবং তাঁর বলা কথার প্রতিটি শব্দের মানে ভাল করে বুঝিয়ে দিতেন। এমনকী এখানেই থেমে থাকেননি খুশবু। তিনি অনিরুদ্ধাচার্যকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেন।
তাঁকে এবং তাঁর অনুরাগীদের কটূ ভাষায় আক্রমণ করেন, বিদ্রূপ করেন, সাধারণ মানুষকে খুশবু পরামর্শ দেন যাতে তারা এই ধরনের নীচ মনের মানুষকে না সমর্থন করেন যিনি সমাজে মহিলাদের নীচু চোখে দেখেন। এই একই ভিডিয়োতে অনিরুদ্ধাচার্যের বিদ্রূপ করে তাঁকে কটাক্ষ করে খুশবু প্রশ্ন তোলেন কেন লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে মহিলাদেরকেই তিনি নিশানা করলেন ? ছেলেরাও যেখানে বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে থাকেন, সেখানে তাদের নিয়ে তিনি কেন কিছু বললেন না ? এতে তাঁর দ্বিচারিতার প্রকাশ ঘটেছে বলেই জানান খুশবু।
पूर्व मेजर और दिशा पटानी की बहन खुशबू पटानी ने जमकर पेLA पाखंडी अनिरुद्धचार्य को
— Anshika Singh Yadav (@Anshika_in) July 29, 2025
इस पाखंडी का संपूर्ण समाज से बहिष्कार होना चाहिए यह महिला विरोधी नीचे पुरुष है मानसिक रोगी pic.twitter.com/QBb8Rw8yFP
লিঙ্গবৈষম্য সৃষ্টিকারী এই ধরনের মন্তব্যের জন্য অনিরুদ্ধাচার্যকে কটাক্ষ করেন খুশবু। এমনকী বিয়ের আগে লিভ-ইন করা যাবে না বা তা খারাপ এমন মনোভাবকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। খুশবু পাটানি সম্পর্কে বলিউড অভিনেত্রী দিশা পাটানির দিদি। তিনি ১১ বছর ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন এবং মেজর পদ থেকে ২০২৪ সালে অবসর নিয়েছেন। আর এই অবসরের পরে তিনি বর্তমানে একজন ফিটনেস ট্রেনার, পুষ্টিবিদ, মেডিটেশন ইনস্ট্রাকটর হিসেবে কাজ করে চলেছেন।






















