Sid-Kiara: নববর্ষ উদযাপন 'প্রিয় মলহোত্র'র সঙ্গে, বিবাহ-জল্পনার মাঝে কিয়ারার পোস্ট ভাইরাল
Sidharth Malhotra Kiara Advani: মণীশের ছবি প্রোফাইলে স্টোরি দিয়ে অভিনেত্রী লেখেন, 'প্রিয় মলহোত্ররা'। বিয়ের জল্পনার মধ্যে তাঁর এই ক্যাপশনে স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani) নতুন বছরে পা রাখলেন 'প্রিয় মলহোত্র'র (Favourite Malhotra) হাতে হাত রেখে। শেয়ার করলেন বিশেষ ছবি। পাশে রইলেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)।
কিয়ারার 'প্রিয় মলহোত্র'
রবিবার তারকা ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র গোয়া থেকে তাঁদের নববর্ষ উদযাপনের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায় মণীশের সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণী ও কর্ণ জোহর। রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি ছবি পোস্ট করেন মণীশ। সেখানে কিয়ারা ও সিদ্ধার্থের সঙ্গে সেলফি তুলতে দেখা যাচ্ছে মণীশকে। তবে অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে সেই ছবি কিয়ারার রিপোস্ট করার পর।
মণীশের ছবি নিজের প্রোফাইলে স্টোরি দিয়ে অভিনেত্রী লেখেন, 'প্রিয় মলহোত্ররা'। সঙ্গে লাল হার্ট ইমোজি। সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের জল্পনার মধ্যে তাঁর এই ক্যাপশনে স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ছবিটি নববর্ষ উদযাপনেরই। কালো স্যুটে দেখা যাচ্ছে দুই মলহোত্রকে। সঙ্গে ঝলমলে সবুজ ড্রেসে নজরকাড়া কিয়ারা।
আরও পড়ুন: Tunisha Sharma Death Case: সাংবাদিকদের মুখোমুখি শিজান খানের পরিবার, অস্বীকার একাধিক অভিযোগ
প্রসঙ্গত, সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীকে একসঙ্গে পর্দায় দেখা যায় ২০২১ সালে, 'শেরশাহ' ছবিতে। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনই। এবার তাঁদের বিয়ে নিয়েও চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ে সারবেন সিড-কিয়ারা। বিয়ে হবে রাজস্থানের জয়সলমীরে। তবে নিজেদের মুখে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারকা জুটি।